ব্রজভূষনের বিশ্বাসপ্রাপ্তি
তারাদাস বন্দোপাধ্যায়
প্রথমেই বলে রাখি এটি একটি তারানাথ তান্ত্রিকের গল্প, তবে এটি তারানাথ তান্ত্রিক সিরিজের অন্তর্ভুক্ত নয়।
সম্প্রতি কিশোরী বাবুদের মেসে এসে উঠেছেন কলকাতার এক কলেজের গনিতের অধ্যাপক ব্রজভূষন চক্রবর্তী। তিনি ঘোর নাস্তিক এবং সবকিছুকে যুক্তি তর্কের আলোতে বিচার করেন, তাঁর মতে ব্যাখ্যার অতীত বলে কিছু নেই এমতাবস্থায় কিশোরী বাবুদের মেসে ছুটির দিনে ভুতের গল্পের আসর মাটি হওয়ার যোগাড়। এইরকম একদিন বিকালে কিশোরী বাবু ব্রজভূষন বাবুকে তারানাথ তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার কথা বলেন যদি তাঁর নৈসর্গিক বা অনৈসর্গিক বিষয়বস্তুর প্রতি বিশ্বাস জন্মায় এই আশায়। ব্রজভূষন বাবু প্রথমে তারানাথ তান্ত্রিককে একজন সাধারণ বাবাজি বলে ঠাট্টা ও কটাক্ষ করেন, যাইহোক তারপর তিনি রাজি হন তারানাথের বাড়িতে যাওয়ার জন্য, এরপর তারানাথের বাড়িতে গিয়েও তাঁর একপ্রকার বিশ্বাস জন্মে যায় যে তারানাথ একজন সাধারণ বয়স্ক মানুষ, তাঁর কোনো ক্ষমতা নেই এবং তা থাকলেও তা শুধু কিশোরী বাবু এবং কথকের মনে।
প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো এই গল্পে তারানাথের বিবাহ ও তার মেয়ে চারির জন্মবৃত্তান্ত ও বিবাহ বৃত্তান্তের উল্লেখ রয়েছে।
কোনো স্পয়লার দেব না, এরপর কী হয় তা জানতে হলে অবশ্যই পড়তে হবে তারাদাস বন্দোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের উপর লেখা "ব্রজভূষনের বিশ্বাসপ্রাপ্তি" গল্পটি।
রিভিউটি লিখেছেনঃ KศມຮнḯK 🇮🇳
0 Comments
আপনার মতামত লিখুন।