রাঙাবৌদি - নিমাই ভট্টাচার্য Boudi By Nimai Bhattacharya

রাঙাবৌদি - নিমাই ভট্টাচার্য Boudi By Nimai Bhattacharya

বই - রাঙাবৌদি 
লেখক - নিমাই ভট্টাচার্য 


এটি মূলত একটি রোমান্টিক উপন্যাস। মূল চরিত্র পাপাই এবং তার রাঙাদা, রাঙাবৌদি। বিশেষ কারণ বশতঃ পাপাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে না এবং তার সঙ্গে বাবার বিরোধ বাঁধে। বাড়িতে সংসার চালায় তার বড়দি আর ছোড়দি। একদিন তাদের বাড়িতে আসে রাঙাদা এবং পাপাইকে নিজের বাড়িতে গিয়ে পড়াশোনা করার পরামর্শ দেয়। এর পরিপ্রক্ষিতে পাপাই গিয়ে ওঠে তার রাঙাদার বাড়ি এবং তার পরিচয় হয় রাঙাবৌদির সাথে, অচিরেই তাদের মধ্যে বন্ধুত্বের এবং মিষ্টি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এবার তাদের সম্পর্কের সমীকরণ বুঝতে হলে উপন্যাস টি পড়তে হবে। ভীষন আন্তরিক পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, ত্যাগ, হতাশা সবকিছুই লেখক সুচারু ভাবে গড়ে তুলেছেন, রাঙাবৌদির চরিত্রটি খুব যত্ন নিয়ে গড়া, একটু ভিন্নস্বাদের রোমান্টিক উপন্যাস পড়তে চাইলে পড়ে দেখতে পারেন

রিভিউটি লিখেছেনঃ Rupa

Post a Comment

0 Comments