সিনেমা: তিতলি (২০১৪)
পরিচালক: কানু ভেল
IMDb: ৭.৬/১০ (৪৫৩০)
আমার রেটিং : ৮/১০
বলিউডের প্রতি ইদানিং 'রিমেকউড' নামের সিলমোহর এঁটে দেওয়া হলেও বলিউড কিন্তু সময়মত এমন কিছু কাজ উপহার দিয়েছে বা দিয়ে থাকে, যার হাজার প্রশংসাও যথেষ্ট নয় - কিন্তু প্রশংসা দূরেই থাক, সেইসব কাজ ঢাকা পড়ে যায় বড় বড় তারকাখচিত অন্তঃসারশূন্য অনেক সিনেমার তলায়। অনেকেই আবার এসব নাম জানতেও পারেন না।
নিম্নবিত্ত পরিবারের সবার ছোট ভাই তিতলি (শশাঙ্ক) নিজের স্বপ্ন পূরণ করতে চায়। দুই দাদা ও বাবার সাথে ছোট্ট ভাঙ্গাচোরা একটা নোংরা বাড়িতে থাকে। দাদাদের পেশা রাত্রের রাস্তায় গাড়ি আটকে লুণ্ঠন। তিতলি অনিচ্ছাকৃতভাবে তাদের সাথে থাকে এবং হিতে বিপরীতই করে। এমন অবস্থায় দাদারা মিলে ঠিক করে ভাইয়ের বিয়ে দিতে (কারণটা আরও আশ্চর্য - লুণ্ঠন কার্যে একটা মেয়ে পার্টনার প্রয়োজন!)। বিয়ের পর আবার দেখা যায় বউ নিলুর (শিবানী) নিজস্ব কিছু চাওয়া পাওয়ার ব্যাপার আছে। কাহিনী যত এগোতে থাকে, তিতলির চরিত্রের অনেক নতুন দিগন্ত উন্মোচিত হতে থাকে। গল্প মূলত তিতলির চরিত্র কেন্দ্র করে হলেও কাহিনী এতই শক্তিশালী ভাবে লেখা হয়েছে যাতে বাদ পড়েনা মেজো ভাই প্রদীপের (অমিত) জীবনের দোটানা পরিস্থিতি ( একটা গুরুত্বপূর্ণ সিনে দেখাচ্ছে প্রদীপ শপিং মলের বাইরে উকি মেরে দেখছে মহিলা কর্মীরা পুরুষ কাস্টমারদের দাড়ি কামিয়ে দিচ্ছেন); আবার বাদ যায়না বড় ভাই বিক্রমের (রণবীর শোরে) দুঃখ কষ্ট পেয়ে পেয়ে একটা রাগী অথচ দৃঢ় মানসিকতা (আবার ডিভোর্স পিটিশনে সই করার সময় তার মুখের সেই করুণ আর্তি)। এত বড় বড় অভিনেতাদের উপস্থিতি সত্বেও ব্রাহ্মণ নমন খ্যাত অভিনেতা শশাঙ্ক আরোরা তিতলি চরিত্রে চরম পর্যায়ের অভিনয় দেখিয়ে দিলেন। আমার অন্যতম প্রিয় অভিনেতা উনি অনেকদিন থেকেই। যতই দেখি ততই গুণমুগ্ধ হই। তার চরিত্রটি সবথেকে জটিল ছিল অথচ কত অনায়াসে সেখানে একশর একশ পাবার মতো কাজ করলেন। উল্লেখ করা দরকার এই মুহুর্তে উনিই দেশের একমাত্র অভিনেতা যার সিনেমা একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নমিনেশন পেয়েছে। অসহায় বাবার চরিত্রে পরিচালক-পিতাও অনবদ্য।
ছবির সিনেমাটোগ্রাফি ও সম্পাদনা মূল সম্পদ। দিল্লির বস্তি অঞ্চলের এত সুন্দর ভিউ নিয়েছেন এবং এই আলো ঝলমলে শহরের অভ্যন্তরের অন্ধকারের ভাষা যেভাবে প্রকাশ করছেন তার যেকোনো প্রশংসাই যথেষ্ট নয়। সিনেমাটি এড়িয়ে যাওয়া জাতীয় অপরাধ হিসেবে গণ্য করা উচিত।
রিভিউটি লিখেছেনঃ চকোলেট বয়
0 Comments
আপনার মতামত লিখুন।