বইয়ের নামঃ বিশুঠাকুর ও তারিণী খুড়ো
লেখকের নামঃ তিতাস দাস
জনরাঃ অতিপ্রাকিতিক ভৌতিক কাহিনী
পৃষ্ঠা সংখ্যাঃ 44
প্রথম প্রকাশঃ 16 ডিসেম্বর 2022
আজকে আলোচনা করবো তিতাস বাবুর লেখা বিশু ঠাকুর সিরিজ এর দ্বিতীয় গল্প বিশু ঠাকুর ও তারিণী খুড়ো নিয়ে। একটা চরিত্র লেখকের নিজের আর অন্য চরিত্র বিখ্যাত লেখক সত্যজিৎ রায় বিখ্যাত চরিত্র তারিণী খুড়ো। লেখক এখানে কল্পনার মাধ্যমে দুটি চরিত্র কে সেই সময়ের পরিপ্রেক্ষিতে (১৯৫২) নিয়ে গিয়ে লখনৌ পটভূমিকায় লিখেছেন।বলার অপেক্ষা রাখে না লেখকের এই প্রয়োগ পাঠক হিসাবে আমার দারুন লেগেছে
এবার কাহিনী প্রসঙ্গে আলোচনা করা যাক।কাহিনী শুরু হয়েছে চায়ের আসরে যেখানে মাস্টার মশাই ছাড়া অন্যান্য চরিত্র সাথে পাঠক হিসাবে আমরা কখন নিজের অজান্তেই সেই আলোচনায় যোগদান করি এখানেই লেখকের মুন্সিয়ানা। মাস্টার এখানে বিশু ঠাকুর কে জিজ্ঞাসা করে আপনার জীবনে এমন কোন চরিত্র আছে তার কথা এখনো তার মনে আছে জবাবে বিশু ঠাকুর তারিনী খুড়োর কথা বলে। কাহিনী পটভূমিকা লখনৌ শহরে যেখানে মাধবচন্দ্র সমাদ্দার এর মেয়ের বিয়েতে বিশু ঠাকুর ওহ তারিণী খুড়ো দুজন গেস্ট হিসাবে যোগদান করে। ওহ রাতে থাকার জন্য তাদের নিয়ে যাওয়া হয় পাশের বাড়ি গুপ্তা প্যালেস এ।
যেখানে তাদের সাথে রাতের আসরে নোনীগোপাল চক্রবর্তী যিনি ওই শহরের একজন স্থানীয় বাসিন্দা যার কাছে জানতে পারেন যে এইই এখন আমরা যেখানে রাত্রিবাস করছি সেখানেই তিন তলায় কেউ যাওয়া আসা করেনা কারণ বীরেন বলে একজন সেখানে মারা গেছে। ওহ তার মৃত্যুর রহস্য উন্মোচন হয়নি?
এখানে থেকেই কাহিনী এক অদ্ভুত মোড় নেই। যেহেতু আমাদের কাহিনী দুটি চরিত্র খামখেয়ালি আর রহস্যময়তা পছন্দ করে তাই তারা তে বীরেন এর মূত্যুর রহস্য নিয়ে মেতে উঠবে এটাই স্বাভাবিক।
ননী গোপাল এর কাছে এই মৃত্যুর ব্যাপারে জানতে পেরে ও তাদের তিন তলায় উপস্থিতি পর লেখক তে ভয়ানক আর রোমহর্ষক বর্ণনা করেছেন তা এককথায় অসাধারণ আর অনবদ্য। কি কারনে বীরেন মারা গেলো? আর তিনতলায় পৌঁছে তাদের দুজনের সঙ্গে এমন কি ঘটলো?আর শেষ পর্যন্ত তারা উদ্ধার পেলোই বা কি করে জানতে হলে আমাদের পড়ে দেখতে হবে বিশু ঠাকুর সিরিজ এর দ্বিতীয় গল্প তিতাস বাবুর আসামান্য লেখা "বিশুঠাকুর ও তারিনী খুড়ো"
যেহেতু এটা ভৌতিক ঘটনা তাই বিশদে আলোচনা করলাম তালে কাহিনী রহস্য উন্মোচন হয়ে যাবে।
আর তার জন্য পড়তে হবে বইটা।
রেটিংঃ ব্যাক্তিগত ভাবে আমার তিতাস বাবুর " বিশুঠাকুর ও তারিণী খুড়ো" দারুন লেগেছে ওহ ওনার এক্সপ্রিমেনট খুব ভালো লাগলো তাই আমি ১০ এর মধ্যে ১০ দেবো।
রিভিউটি লিখেছেনঃ বাপন দা
0 Comments
আপনার মতামত লিখুন।