বিশাল গড়ের দুঃশাসন - হেমেন্দ্রকুমার রায় Bishal Gorer Dushasan by Hemendra Kumar Roy

বিশাল গড়ের দুঃশাসন - হেমেন্দ্রকুমার রায় Bishal Gorer Dushasan by Hemendra Kumar Roy

বিশাল গড়ের দুঃশাসন 
লেখকঃ হেমেন্দ্রকুমার রায়


আমাদের প্রায় সব হরর লাভারের পছন্দের বইয়ের তালিকা তৈরি করলে এবং তাদের সবার যদি ড্রাকুলা পড়া থাকে তাহলে সেই তালিকায় "ড্রাকুলা" প্রথম দিকেই থাকবে মনে করি। প্রায় ৩০০ বছর আগের এই কাহিনি এখনো সমানভাবে তার ত্রাস সৃষ্টি করে যাচ্ছে। আমি নিজেই পাঞ্জেরি প্রকাশনীর কিশোর ভার্সন, সেবা প্রকাশনীর সংক্ষিপ্ত অনুবাদ, বেনজিন প্রকাশনীর কিছুদিন আগে প্রকাশ হওয়া  সম্পূর্ণ অনুবাদ এবং আসলটার ইংরেজি অনুবাদ মিলিয়ে প্রায় ৪/৫ বার পড়ে ফেলেছি কাহিনিটা।
হেমেন্দ্রকুমার রায় বিশাল গড়ের দুঃশাসন উপন্যাসটা যে এই ড্রাকুলার একটা এডাপটেশন সেটা জানা ছিল না। মোটামুটি ভালোই ছিল এডাপটেশনটা। এটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে জানতে পারলাম আরেক বিখ্যাত উপন্যাস ফ্রাঙ্কেস্টাইন নিয়েও উনার একটা এডাপটেশন আছে।
"মানুষের গড়া দৈত্য" নামে। সেটাও পড়ার ইচ্ছে আছে। 

রেটিং 🌟🌟🌟🌟🌟🌟 (৬)

রিভিউটি লিখেছেনঃ Fardin Rafi

Post a Comment

0 Comments