ভীরুদের জন্য ৯
ঐষিক মজুমদার
বইটার শিরোনামে যে 'পান'টা আছে, সেটা কতটা যুক্তিযুক্ত হয়েছে তা পাঠক বিশেষে নির্ভর করবে, তবে বইটার গল্পগুলো যে ইদানীং বাংলা অলৌকিক সাহিত্যে কিছুটা হলেও স্বাদবদল আনতে পেরেছে, তার জন্য লেখককে ধন্যবাদ। ঐষিক মজুমদারের লেখা বেশ কয়েকবার বিভিন্ন ফেসবুক গ্রুপে পড়েছিলাম। এই বইটিতেও উনি যে নয়টি গল্প সাজিয়েছেন তাদের ভাবে এবং সজ্জায়ে বেশ অভিনবত্ব এনেছেন।
'মাকড়শা' আর 'মন্দারপুরের...' গল্প দুটিতে গভীর মনস্তাত্ত্বিক ভয়ালরসের সঞ্চরণ দারুণ লেগেছে। আবার, 'ভ্রম' আর 'জ্যোৎস্নায়' তে শুরুয়াতটা একইরকমের হলেও শেষবেলায় চমকে দিয়েছেন লেখক! 'পৌষসংক্রান্তি...' আর 'অভিশাপ' তুলনামূলক ভাবে সামান্য দুর্বল লেগেছে। বাকি তিনটি গল্পও অত্যন্ত সুখপাঠ্য তবু গল্পগুলির প্লটগুলি পড়তে পড়তে আমার দু-একটা পুরোনো গল্প-সিনেমার কথা মনে পড়িয়ে দিয়েছে। যেমন 'চশমা' পড়তে পড়তে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'সবুজ চশমা'র কথা মনে পড়তে বাধ্য। তেমনি 'লাল ডাইনি...' পড়তে পড়তে মার্কিনী লোককথার ব্লাডি মেরীর কথা মনে হয়েছে - যা ওদেশের সিনেমা সাহিত্যে বহুল ব্যবহৃত। শেষে 'গাছ' নামের গল্পটা আমার ছোটোবেলায় দেখা গিরীশ কার্নাডের চেলুভি সিনেমাটার কথা মনে পড়িয়ে দিলো - যেটা রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হয়েছিলো। সিনেমাটা ইউটিউবে পেয়ে নতুন করে দেখলাম। অনবদ্য! এই পাওয়াটা বোনাস!
সব মিলিয়ে বইটা এক নিঃশ্বাসে পড়ে ফেলা যায়। যাকে বলে আনপুটডাউনেবল!
রিভিউটি লিখেছেনঃ Ratul
নাম: ভীরুদের জন্য ৯
লেখক: ঐষিক মজুমদার
ভীরুদের জন্য না বলতে চান নি, ভীরুদের জন্য 9টি গল্প বলতে চেয়েছেন, নাহলে এমন ভয়ঙ্কর কিছু নেই যে ভীরু ছাড়া কেউ ভয় পাবে। বেশির ভাগ গল্পে কোনো না কোনো ডাক্তার আছে দেখে আমার মনে হয়েছিল লেখক ডাক্তার, শেষে দেখলাম ঠিকই ধরেছি। আরো দমদম এলাকার কথা বারবার এসেছে, উনি হয়তো দমদমের, সেটাও ঠিক। যাই হোক এমন কিছু ভয়ের লাগেনি, পুরোনো গ্রাম্য ভুতকে নতুন ভাবে ফিরিয়ে এনেছেন কিছু গল্পে, আলাদা আলাদা ধরণের। তবে আমার মন্দারপুরের মনুষ্যভুক মকরটা ভালো লেগেছে, অনেকদিন ভৌতিক গল্প পড়িনা, এখনকার লেখকরা কিরকম লেখেন কোনো ধারণাই নেই, তাই সেভাবে আর কিছু বলতে পারলাম না।
রিভিউটি লিখেছেনঃ
বইয়ের নাম: ভীরুদের জন্য ৯
লেখক: ঐষিক মজুমদার
প্রকাশক: পালক পাবলিশার্স
সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সংকলনে, বিভিন্ন সাহিত্য গ্রুপের গল্প প্রতিযোগিতায় এর আগেই ঐষিক মজুমদারের লেখা পড়েছিলাম।
এছাড়া বেশ কয়েকটি গল্প নিয়ে ইউ টিউবে অডিও স্টোরিও শুনেছি।
পালক পাবলিশার্স থেকে প্রকাশিত তাঁর প্রথম গল্প-সংকলনটি আমারও পড়া তার প্রথম বই।
এতে যে-সব গল্প আছে তারা হল
১. গাছ
২. মাকড়সা
৩. ভ্রম ( সেরা গল্প)
৪. মন্দারপুরের মনুষ্যভুক মকর
৫. লাল ডাইনির উপাখ্যান
৬. অভিশাপ
৭. চশমা
৮. পৌষ-সংক্রান্তির মেলায়
৯. জ্যোৎস্নায়
লেখকের লেখায় একটা টান আছে, গল্প শেষ না করে ওঠা যায় না।
তন্ত্র হররের নামে অপদেবী, তারানাথ তান্ত্রিকের অনুকরণে হরেক রকম তান্ত্রিকদের কেরামতি বা পিশাচের মুখে মুন্ড চিবানো, রক্তারক্তি ব্যাপার — যে সবে বাংলার ভৌতিক সাহিত্য একেবারে ডুবে আছে; সেই পরিবেশে এইরকম ন'টা ছিমছাম, অথচ মেরুদণ্ড দিয়ে কনকনে স্রোত নামিয়ে দেওয়া গল্প পড়তে কী ভালো যে লাগল, তা বলে বোঝাতে পারব না।
প্রতি গল্পে রয়েছে চমক, কখনো গ্রাম বাংলার পরিবেশে, কখনো কল্পবিজ্ঞানের পরিবেশ।
তবে গল্প গুলো বড়ই ছোট, পড়তে পড়তে এতটাই মগ্ন হয়ে পড়েছিলাম যে শেষ হয়ে যাবার পর আফসোস হচ্ছিলো যে গল্পটা আরেকটু বড় হলেও পারতো।
সব শেষে বলি "এবং ইনকুইজিশন" এর প্রভাব কাটিয়ে ওঠার পরে যে কটা ভৌতিক সংকলন পড়ছি তার মধ্যে এটা অন্যতম সেরা।
তাই অন্তত একবার পড়ে দেখতেই পারেন সবাই। কথা দিচ্ছি ঠকবেন না।
আর লেখকের পরের বইটা পাবার অপেক্ষায় রইলাম।
রিভিউটি লিখেছেনঃ Suparna Mitra
0 Comments
আপনার মতামত লিখুন।