ভাউকাল ওয়েব সিরিজ Bhaukaal Web Series

ভাউকাল ওয়েব সিরিজ Bhaukaal Web Series

ভাউকাল ওয়েব সিরিজ 
Bhaukaal Web Series 

Reel life এ অপরাধ জগৎ একটা বিশেষ স্থান পেয়ে এসেছে। আসল জীবনে যতো বড়োই অপরাধী হোক না কেনো ছোটো / বড়ো পর্দা এমনভাবে পরিবেশন করে যেনো তারা কোনো হিরো, বা খুব অন্যায়ের শিকার হয়ে এই পথ বেছে নিয়েছে। কিছু কিছু সময় তো তাদের ভগবানের পর্যায়েও তুলে দেওয়া হয়। সেই তুলনায় অপরাধ দমন করে যারা তাদের জীবন নিয়ে সেরকম কিছু দেখা যায় না। আইনের মধ্যে থেকে অপরাধ দমনকারী অর্থাৎ পুলিশ দের নিয়ে যে ভালো কিছু সিনেমা/সিরিজ আছে বেশিরভাগ ই কাল্পনিক, আবার বেশিরভাগ সিনেমা/সিরিজে তো তাদের ঘুষখোর, আইনভঙ্গকারী, অপরাধ জগতের সঙ্গে ওঠা বসা করা, নেতাদের চাটুকার এসব রূপেই দেখানো হয়েছে। হয়তো আমাদের সমাজে এরকম পুলিশ অনেকেই আছেন যারা আইনভঙ্গকারী কিন্তু তার সাথে সাথে এমনি পুলিশও তো আছেন যারা অন্যায়ের সাথে আপোষ করেন না, system এর সাথে compromise না করে সত্যের পথেই চলার চেষ্টা করেন সবসময়; এই সিরিজটা ওই দ্বিতীয় প্রকার পুলিশদের নিয়েই বানানো। 


দেবাদিদেব মহাদেবের চরিত্রে অভিনয় করা মোহিত রায়না এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন। বাকি অভিনেতাদের মধ্যে আছেন TVF aspirants এর বিখ্যাত সন্দীপ ভাইয়া(সিজন 1 এ শুধু), বিদিতা বাগ, রেশমি রাজপুত এরা। অভিনেতাদের প্রায় সবার অভিনয় ই ভালো লেগেছে। মোহিত রায়না পুরোপুরি perfection এর সাথেই নিজের কাজ করেছেন বলা যায়। 


গল্পের মেন থিম হলো UP র এক জায়গা muzaffarnagar, যা কিভাবে এক অপরাধপ্রবণ জায়গা থেকে আর পাঁচটা স্বাভাবিক জায়গার মতন হলো, কিভাবে এক পুলিশ অফিসার এটা সম্ভব করলেন সেই বিষয়ে। 

UP র আরেক বিখ্যাত webseries "Mirzapur" এর মতো এতে এতো বেশি ড্রামা নেই, হয়তো true events নিয়ে করা সিরিজ বলেই। তবে আমার বেশ ভালোই লেগেছে। 

সিরিজের প্রধান চরিত্র যার ওপর নির্ভর করে তৈরি সেই Navniet Sekera সত্যিই একজন inspiration, বিশেষ করে যারা UPSC, wbcs বা অন্য কোনো civil service exam এর জন্য preparation নিচ্ছেন তাদের জন্য। 

রিভিউটি লিখেছেনঃ a_worshipper_of_goat_Messi

Post a Comment

0 Comments