বেনারসে প্রেমের শেষে
দেবল দেববর্মা
দেজ পাবলিশিং
নায়িকা প্রতিষ্ঠা সেন। নায়ক সুপ্রিয় দেব। একজন সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী, অন্যজন চলচ্চিত্রের দর্শকবন্দিত নায়ক। সারনাথের নিসর্গ পটভূমিকায় টানা কয়েকদিনের শুটিং।
না, খুনের অভিনয় নয়। সত্যিকারের খুন। চিত্রনাট্যের বাইরে জীবনের যে জটিল প্রবাহ সেখানেই ক্রমশ তৈরি হল এক প্রবল ঘূর্ণাবর্ত।
কিন্তু খুন তো খুনই। তাই পুলিশ এল। এল প্রাইভেট গোয়েন্দাও। শুরু হল পরিস্থিতির বিশ্লেষণ আর জট ছাড়াবার খেলা।
এই খুনের এক দিকে বিলোল রূপহিল্লোলে কল্লোলিনী উদ্ভিন্নযৌবনা নায়িকা যেন এক মক্ষিরানি। অন্য দিকে গোলাপের মতো তার সৌন্দর্যের হাতছানিতে প্রলুব্ধ মধুপকুল। কে নেই সেই মধুপকুলে। প্রযোজক, পরিচালক, নায়ক, চিত্রনাট্যকার, প্রোডাকশন কনট্রোলার। ধনী ব্যবসায়ী ও প্রাক্তন প্রেমিক, ভিড় জমানো সাংবাদিক ও চিত্রগ্রাহক – এমন অজস্র সন্দেহভাজন। বিশেষ করে যখন এদের অনেকেই 'ফুলের মধু লুটিতে গিয়ে কাঁটার ঘা' খেয়েছে। তাই যতটা লুব্ধ ততটাই ক্ষুব্ধ। শুনের মোটিভ সে-কারণে বহুবিচিত্র এখানে। তেমনই বিচিত্র জট খোলার উপাদানগুলিও। লুকনো টেপরেকর্ডার, হিরের আংটি, বাথটবের নোনা জল, শারীরিক আঘাতের চিহ্ন, এমনকী বিছানার তলায় পাওয়া জন্মনিরোধক একটি কন্ডোমও। এই সব তথ্য, পরিস্থিতি, ঘটনা, উপাদান চোখের সামনে পরপর সাজিয়ে দিয়ে যেন এক চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছেন রহস্যকাহিনির সিদ্ধ কথাকার দেবল দেববর্মা। সন্দেহ নেই, নতুনতর মাত্রার রহস্য উপন্যাস 'বেনারসে প্রেমের শেষে'।
রিভিউটি লিখেছেনঃ Rayan
0 Comments
আপনার মতামত লিখুন।