বই - বারপুজো
লেখক - গৌতম ভট্টাচার্য
গল্প আবর্তিত হয়েছে অর্চিত মুখার্জী, ময়দানের একজন ফুটবল কোচকে ঘিরে বা বলা ভাল তার ফুটবলের প্রতি অদম্য প্যাশনকে ঘিরে। কিভাবে সে নিজের ফুটবলার হওয়ার অপূর্ণ স্বপ্নকে, একজন সফল কোচ হওয়ার মধ্যে দিয়ে পূরণ করে, গল্পের মূল বিষয়বস্তু সেটাই।
গল্পের বেশির ভাগটাই দেখানো হয়েছে ফ্ল্যাশব্যাকে, যেখানে অর্চিতের কোচিং জীবনের ওঠাপড়া, সঙ্গে দোসর হিসেবে ময়দানের তথাকথিত ছোট ফুটবল দলগুলোর দলগঠনের পদ্ধতি, বড় দলের সামনে জায়েন্ট কিলার হয়ে ওঠা, নোংরা ময়দানি রাজনীতি, কোচিং স্টাফদের ক্লাবের কর্তাদের বশংবদ হয়ে থাকতে বাধ্য করা,দালালচক্র, সর্বোপরি আন্তর্জাতিক ফুটবলের তুলনায় বাংলার ফুটবলের দৈন্যতা লেখক সুচারুভাবে ফুটিয়ে তুলেছেন।
প্রসঙ্গত বইটি যে ঘরানার, বাংলা সাহিত্যে সেই ঘরানার অবিসংবাদী সম্রাট মতি নন্দী, কিন্তু লেখকের নিজস্ব লেখনশৈলীর গুণেই বইটি স্বতন্ত্র হয়ে উঠেছে।
ব্যক্তিগত রেটিং - ৮/১০
রিভিউটি লিখেছেনঃ ROY'S
0 Comments
আপনার মতামত লিখুন।