আরক্ত ভৈরব : হিমি মিত্র রায় (Book Farm)
গল্পের শুরু একটা ওষুধ কোম্পানির পার্টি দিয়ে, তারপর সেখান থেকে এক তরুণীর ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার এবং মৃতদেহের কিছু নির্দিষ্ট প্রত্যঙ্গ গায়েব। দুর্দান্ত আরম্ভ।
গল্প প্রথম থেকেই বেশ গতিময়তার সাথে এগিয়েছে। গল্পের প্রেক্ষাপট, বুনোট আর থ্রিল চমৎকার। কিন্তু শেষ ভাগে বড়ো তাড়াতাড়ি শেষ হয়ে গেলো তদন্ত।
তদন্তে সুক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে ধাপে ধাপে এগোনোর পরে যদি হটাৎ প্রত্যক্ষদর্শী এসে হাজির হয়, যে কিনা সব নিজে চোখে দেখেছে এবং গড় গড় করে বলে দিতে থাকে আর তার খোঁজ পুলিশ কিভাবে পেলো তাও জানানো না হয়, তাহলে গল্পের রস খর্ব হয় বই কি। তাই একটি তারা কম হলো।
গল্পের প্লট নিয়ে কথা বলার কোনো জায়গা নেই, একেবারে আনকোরা কনসেপ্ট না হলেও প্রশংসাযোগ্য।
ভালোই লাগবে একবার পড়ে।
রেটিং: ৩/৫
রিভিউটি লিখেছেনঃ Soumalya
0 Comments
আপনার মতামত লিখুন।