আরক্ত ভৈরব : হিমি মিত্র রায় Arokto Bhairab by Himi Mitra Roy

আরক্ত ভৈরব : হিমি মিত্র রায় Arokto Bhairab by Himi Mitra Roy

আরক্ত ভৈরব : হিমি মিত্র রায় (Book Farm) 


গল্পের শুরু একটা ওষুধ কোম্পানির পার্টি দিয়ে, তারপর সেখান থেকে এক তরুণীর ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার এবং মৃতদেহের কিছু নির্দিষ্ট প্রত্যঙ্গ গায়েব। দুর্দান্ত আরম্ভ। 
গল্প প্রথম থেকেই বেশ গতিময়তার সাথে এগিয়েছে। গল্পের প্রেক্ষাপট, বুনোট আর থ্রিল চমৎকার। কিন্তু শেষ ভাগে বড়ো তাড়াতাড়ি শেষ হয়ে গেলো তদন্ত। 
তদন্তে সুক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে ধাপে ধাপে এগোনোর পরে যদি হটাৎ প্রত্যক্ষদর্শী এসে হাজির হয়, যে কিনা সব নিজে চোখে দেখেছে এবং গড় গড় করে বলে দিতে থাকে আর তার খোঁজ পুলিশ কিভাবে পেলো তাও জানানো না হয়, তাহলে গল্পের রস খর্ব হয় বই কি। তাই একটি তারা কম হলো। 
গল্পের প্লট নিয়ে কথা বলার কোনো জায়গা নেই, একেবারে আনকোরা কনসেপ্ট না হলেও প্রশংসাযোগ্য। 
ভালোই লাগবে একবার পড়ে।  
রেটিং: ৩/৫

রিভিউটি লিখেছেনঃ Soumalya

বইয়ের নাম-আরক্ত ভৈরব
লেখিকা-হিমি মিত্র রায়
প্রকাশিত-জুলাই ২০২০

জলপাইগুড়িতে  তিস্তা নদীর ধারের রিসর্টে ডাক্তারদের  পার্টিতে উপস্থিত মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ এক সুন্দরী মেয়ের ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায় পরের দিন ভােরে তিস্তা সংলগ্ন এক হাইড্রেনে। তৃষার শরীর থেকে গায়েব ছিল বেশ কিছু অঙ্গ-প্রত্যঙ্গ। এই খুনের তদন্ত করতে আসেন অফিসার রেশমি।সে সারাদিন চকোলেট খায়। তাকে গল্পে যতটা বুদ্ধিমান বলা হয়েছে তদন্তের সময় তাকে সেরকম মনে হয়নি। খুনের কিনারা হটাৎ করেই হয়ে গেল। পুলিশ কিভাবে ক্লু পেলো বোঝাই গেলনা, তবে শেষ টুইস্ট টা দুর্দান্ত।থ্রিলার হিসাবে আমি ১০এর মধ্যে ৪ এর বেশি দিতে পারলাম না।

রিভিউটি লিখেছেনঃ Indrani

Post a Comment

0 Comments