অপরাজিত মুভি Aparajito Movie

অপরাজিত মুভি Aparajito Movie

অপরাজিত movie


আমি একটু ব্যাকডেটেড, তাই এতদিনে মুভিটা দেখা হলো। অভিভূত হয়ে আছি এটাও যেমন সত্যি, তেমনি কিছু জায়গায় নিরাশ হয়েছি।

সিনেমার শুরুতে, টাইটেল দেখানোর সময় যে music টা ব্যবহার হয়েছে,তাতে কিন্তু সেভাবে পথের পাঁচালী ফিলিং এলো না। সমগ্র সিনেমাতেই Background music এর ওপরে জোর দেওয়া হয়নি।অথচ দেওয়া উচিত ছিল,কারণ সত্যজিৎ রায় নিজে সমস্ত ফিলিমেই bgm এর ওপরে অনেকটা ভরসা করতেন।

অভিনয় অনবদ্য লাগলো জিতু কামালের। ভাই বাঃ! মাঝে মাঝে তো মনে হচ্ছিল সত্যিই বোধহয় সত্যজিৎ রায় নিজেই অভিনয় করছেন। পাশাপাশি সায়নী চেষ্টা করেছে সমান তালে অভিনয় করার, কিন্তু অনেকদিন কমার্শিয়াল অভিনয় করার জন্য বোধহয় আর্টের দিকটায় ঘাটতি থেকে গেল।

একটা ব্যাপার খারাপ লাগলো,পথের পদাবলী সিনেমায় ব্যবহৃত কাস্টিং। না মানে মানিককে দেখে অপু, উমাকে দেখে দুর্গা কিছুতেই মনে হচ্ছে না।

আর হ্যাঁ,পথের পাঁচালীর শুটিং এ আরো অনেক চমকপ্রদ ঘটনা ঘটেছিল, যেগুলো well documented, সেগুলো বোধহয় দেখানো যেত।

তবে মানতেই হবে সমগ্র পরিকল্পনাটা অনবদ্য।এরকম একটা সিনেমা বাংলায় যে হতে পারে,সত্যিই জানতাম না। অনীক মহাশয় আমাদের আশা কিন্তু বাড়িয়ে দিলেন। আর আশা করি ভূতের নৃত্য দেখাতে যাবেন না।

movie rating:-7/10

রিভিউটি লিখেছেনঃ Sayan

চলচ্চিত্র: অপরাজিত
৯/১০

সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমা তৈরীর নেপথ্য কাহিনী নিয়ে রচিত এই অপরাজিত সিনেমাটি। পুরো মুভিটা আগাগোড়া সাদাকালোতে শুট করা। পরিচালক অনীক দত্ত মহাশয়কে কুর্নিশ জানাই বাংলা চলচ্চিত্র জগৎকে এরকম একটি সিনেমা উপহার দেওয়ার জন্য। সত্যজিৎ রায় এবং সন্দীপ রায়ের লেখা বেশ কিছু প্রবন্ধ পড়ার সুবাদে পথের পাঁচালীর নেপথ্য কাহিনী প্রায় বেশিরভাগই জানা ছিল। তাই সিনেমা দেখতে দেখতে সেইসব কাহিনীর সাথে বেশ রিলেট করতে পারছিলাম। তবে সেই নেপথ্য কাহিনীগুলোর সংকলন খুব সুন্দরভাবে সেলুলয়েডে ২ ঘণ্টা ১৮ মিনিটের মধ্যে ফুটিয়ে তুলেছেন পরিচালক মহাশয়। কাস্টিং ও অসাধারণ লেগেছে। বিশেষ করে অপরাজিত রায় (সত্যজিৎ রায়) এর চরিত্রে জিতু কামালের চরিত্রায়ণ আর অভিনয় অনবদ্য। দেখে মনে হচ্ছিল চোখের সামনে সত্যজিৎ রায়কেই দেখছি। সাথে ননীবালা দেবী (চুনিবালা দেবী)র কাস্টিং ও স্পেশাল মেনশনের দাবিদার। আর ছবির সবথেকে আকর্ষনীয় বিষয় ছিল ছবিটার ন্যারেশন। যেভাবে পুরো ছবিটাকে একটা রেডিও ইন্টারভিউয়ের মাধ্যমে ন্যারেট করা হয়েছে সেটা বেশ চোখে লাগার মতো।

পুনশ্চঃ রিভিউ লেখালিখির হাত একদম কাঁচা। গরীব মনে করে ক্ষমা ঘেন্না করে দেবেন পিলিজ। 🙏

রিভিউটি লিখেছেনঃ Rajesh Paul

Post a Comment

0 Comments