Book name - অনুভবে তুমি
Author - অর্পিতা সরকার
এই লেখিকা বা এই উপন্যাস তার ব্যাপারে বহুদিন আগে বর্ণপরিচয় এর গ্রুপ থেকেই জেনেছিলাম। কিন্তু বইটা পড়া আজ শেষ করলাম।
গল্পটার নাম বা কভার দেখে এটিকে একটি আদ্যোপান্ত প্রেমের উপন্যাস হিসেবে মনে হলেও, এটি একটি প্রেমের মোড়কে কয়েকটি পরিবারের সামাজিক অবস্থানের চিত্র। মুলগল্পের সূত্রপাত protagonist এর বিয়ের দিন থেকে; এবং ঐই দিন পাত্র ও পাত্রীর দুজনের নিখোঁজ হওয়া। এরপর গল্প বিভিন্ন দিকে মোড় নেয়। আরও নতুন character আসে, তাদের জীবনের ওঠা পড়া, এবং গল্পের শেষে সবার মধ্যে একটা যোগসূত্র স্থাপন অ্যান্ড happy ending। পড়তে খুব ই interesting লাগবে, কিন্তু একেবারে শেষের মোচড় টাহ আমার কাছে কেনো জানি নাহ predictable ছিল। অবশেষে বলবো যথেষ্ট ভালো একটা উপন্যাস, extraordinary নয়। একবার অবশ্যই recommend করবো পড়ার জন্য। ❤️
রেটিং -৭.৫/১০
রিভিউটি লিখেছেনঃ Srijan
0 Comments
আপনার মতামত লিখুন।