বইয়ের নাম: অন্তঃরণ
লেখকের নাম: কর্মা জ্ঞান বজ্ররেপা
প্রকাশনীঃ The Cafe Table
মূল্য 275 টাকা
বইটি পড়ার আগে আমি এই লেখকের আগের একটি বই লামার ঝোলা পড়েছি। এবং সেই বইটি পড়ে মুগ্ধ হয়ে তবেই এই বইটি পড়লাম। লামার ঝোলা হলো লামা নিজের জীবনের ছোট ছোট ঘটনাগুলিকে অভিজ্ঞতা গুলিকে গল্প আকারে সাজিয়ে লেখা আর এই বইটি হল কোথায় সেই ঘটনা গুলি কিভাবে ঘটেছিল তার বর্ণনা। বলতে গেলে এই বইটি রামকৃষ্ণ দাস থেকে লেখোকের লামা হয়ে ওঠার গল্প। ছোটবেলা থেকে বিভিন্ন ঘটনা এবং তাঁর আধ্যাত্বিক ব্যাখ্যা উনি পাতায় পাতায় দিয়ে গেছেন। কখনো লেখক ত্রিপুরার পট পরিবর্তন বা কখনো পাহাড়ি জীবনযাত্রা কিছুই তার লেখনি ও বিশ্লেষণ থেকে বাদ যায়নি। যারা একটু অভিজ্ঞতা ঘেষা ও আধ্যাত্মিকতার হালকা ছোঁয়া বই পড়তে ভালবাসেন অবশ্যই জীবনীমূলক তারা এই বইটি পড়তে পারেন।
বলতে গেলে প্রথম বইটি পড়ে আমি ওনার মুগ্ধ পাঠক হয়ে গেছিলাম। বইটি ক্যাফে টেবিল থেকে বেরিয়েছে।
রিভিউটি লিখেছেনঃ Abhishek
0 Comments
আপনার মতামত লিখুন।