বই - অনাত্মীয়া
লেখক - শুচিস্মিতা ধর
প্রকাশনীর নাম - বিভা
শুচিসমিতা ধরের লেখনিতে অনেক দিন পর একটি প্রকৃত ভয়ের বই পড়লাম। অনাত্মীয়া বইটিতে দুটি গল্প আছে, অনাত্মীয়া এবং অলিভিয়া। অলিভিয়া গল্পটি অনাত্মীয়ার পরর্বতী অংশ। গল্প দুটির পুরোটাই মুক্তো নামের এক পিশাচীকে ঘিরে। অনাত্মীয়া বইটি এক জমিদার বাড়ির অভিশাপের গাথা যা বংশানুক্রমে চলে আসছিল। বইটির দ্বিতীয় গল্প অলিভিয়ার শেষ পর্যায় এসে এই অভিশাপের খন্ডন হয়। গল্প দুটির কিছু কিছু জায়গায় বর্ণনা repetition লাগলেও মোটের ওপর বইটি পড়তে বেশ ভালই লেগেছে।
রিভিউটি লিখেছেনঃ Debarati Singha
0 Comments
আপনার মতামত লিখুন।