বইয়ের নামঃ আনন্দ বসন্ত সমাগমে
লেখকঃ অভিক দত্ত
প্রেক্ষাপট প্রাপ্তবয়স্কদের জন্য মূলত প্রেম মূলক গল্প ।২৩ টি ভাগ আছে প্রতিলিপিতে পড়েছি, একটি ছেলে যে সব সময় মেয়েদের থেকে দূরে থাকতে ভালোবাসে সেই রকম একটি ছেলের বিয়ে হয়এবং তারা মধুচন্দ্রিমায় যায় এবং সেখানে গিয়ে দেখা হয় মেয়েটির পূর্ব প্রেমিকের সঙ্গে তারপরে ছেলেটির সঙ্গে মেয়েটির পূর্ব প্রেমিকের কথোপকথন শুরু হয়, আবার এদিকে মেয়েটিও তার পুরনো জীবনের কথা বলে এবং তার পূর্ব প্রেমিকদের কথা বলে এই প্রসঙ্গে যাদের কথা সে বলে তার মধ্যে এই প্রাক্তনএর কথা থাকে না,আস্তে আস্তে গল্পের মোড় ঘোরে অন্যদিকে, সম্পর্ক, প্রেম, বন্ধুত্ব এগুলো ঠিক কোন জায়গায় মানুষকে নিয়ে যায় সেটারই কথা রয়েছে এই গল্পে।
রেটিং 7/10
রিভিউটি লিখেছেনঃ SDpsy
0 Comments
আপনার মতামত লিখুন।