আলী ও নিনো - কুরবান সাঈদ Ali O Nino by Kurbaan Saeed

আলী ও নিনো - কুরবান সাঈদ Ali O Nino by Kurbaan Saeed

আলী ও নিনো 
লেখক: কুরবান সাঈদ 


"ভালোবাসা শত যুদ্ধেও জেতা যায়  না
ভালোবাসা লুটতরাজ কীর্তি নাশা
একা মেয়েটার নরম গালের পাশে
প্রহরীর মত রাত জাগে ভালোবাসা"
     
বিশ্বসাহিত্যের ইতিহাসে কালোত্তীর্ণ প্রেমের উপন্যাসের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু, এমন কোনো উপন্যাসের নাম বলতে পারবেন কি যেটি লিখেছেন প্রেমিক ও প্রেমিকা একসাথে? অধিকাংশ মস্তিষ্কে একটি বার্তা ফুটে উঠবে..... 404 not found
   
আসুন, পরিচয় করি সেই অনবদ্য উপন্যাসের সাথে। 

আলী ও নিনো।
স্থান: আজারবাইজানের রাজধানী বাকু।
সময়কাল: প্রাক প্রথম বিশ্বযুদ্ধ।

এক সম্ভ্রান্ত আজারবাইজানী তরুণ আলী খান সারভানশীর ও তার স্কুল জীবনের প্রেমিকা জর্জিয়ার রাজকুমারী নিনো কিপিয়ানীর প্রেমের গল্প এটি। তাদের প্রেমজীবনের নানা চড়াই উৎরাই, রোদ, বৃষ্টির আবেগঘন উপন্যাস আলী ও নিনো। কিন্তু শুধুমাত্র প্রেম উপজীব্য হলে এই উপন্যাসটি এত সমাদৃত হতো না। এই উপন্যাসটির মাহাত্ম্য অন্যত্র। এটি দুটি সভ‍্যতার, দুরকম সংস্কৃতির মেলবন্ধনের গল্প, তাদের দ্বন্দ্বের গল্প। প্রাচ‍্যের মুসলিম যুবক আলী ও পাশ্চাত্যের খ্রিষ্টান তরুণী নিনোর প্রেম প্রকৃতপক্ষে ধর্মবিশ্বাসের ওপর শাশ্বত প্রেমের জয়গান। Rudyard Kipling বলেছিলেন- "East is east and west is west,and never the twain shall meet,
Till earth and sky stand presently at God's great judgement seat......"
  এই গল্পটি সেই মেলবন্ধনের কথা যা বোঝায় একমাত্র প্রেমই পারে পৃথিবী ও আকাশকে মিলিয়ে দিতে। আজ যখন লাভ জেহাদের লেলিহান শিখা স্পর্শ করতে চাইছে প্রেমের নিষ্কলুষতাকে,সেখানে দাঁড়িয়ে এই উপন‍্যাসটি ফিরিয়ে দেয় প্রেমের প্রতি বিশ্বাসকে। যদি জীবনে এক মুহুর্তের জন্যও প্রেমে পড়ে থাকেন, যদি প্রেমে পড়তে চান বা বিশ্বাস রাখেন প্রেম নামক পবিত্র মন্ত্রে ,তাহলে এই উপন্যাসটি আপনার জন্য। পড়লে বুঝবেন কিছু কিছু ধর্মগ্রন্থ আছে যা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মে দীক্ষিত হতে শেখায়, যার নাম মানবধর্ম, যে ধর্মে অভিষিক্তদেরই শুধু অধিকার আছে প্রেম নামক অগ্নিজলে স্নান করার, আর একমাত্র এই ধর্মবিশ্বাসীদের সামনেই ঈশ্বর আজও নতজানু হন।

      এবার এই উপন্যাসের লেখক প্রসঙ্গে আসি। কুরবান সাঈদ। এটি ছদ্মনাম। কিন্তু এই ছদ্মনামের ছাতার আড়ালে লুকিয়ে থাকা লেখক সত্ত্বা দুটি‌। এক মুসলিম তরুণ আসাদ বে ও তাঁর প্রেমিকা জনৈকা অস্ট্রিয়ান ব‍্যারোনেস এলফ্রেইদ এহরেনফেলস। এনারাই গল্পের আলী ও নিনো। উপন্যাসটি আজারবাইজানের জাতীয় উপন্যাস।

রিভিউটি লিখেছেনঃ শান্তনু বন্দোপাধ্যায়

Post a Comment

0 Comments