বইয়ের নাম: আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ১
মূল লেখক: আগাথা ক্রিস্টি
অনুবাদক: ফুয়াদ আল ফিদাহ (বাংলাদেশ)
প্রকাশক: বিবলিওফাইল (বাংলাদেশ)
বাংলা ভাষায় ক্রিস্টির প্রথম অনুমোদিত অনুবাদ প্রকাশিত হচ্ছে উপরোক্ত প্রকাশনীর মাধ্যমে। এখনো পর্যন্ত ৫ টি খণ্ড প্রকাশিত হয়েছে। সম্প্রতি প্রথম খণ্ডটি হাতে আসায় তারই রিভিউ লিখছি। এই খণ্ডে আছে দুটি উপন্যাস -অ্যাপয়েন্টমেন্ট উইথ ডেথ, দ্য বিগ ফোর এবং কয়েকটি ছোটগল্প।
১)অ্যাপয়েন্টমেন্ট উইথ ডেথ:- গল্পের সূচনা হয়েছে মিসেস বয়েনটন ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে। মিসেস বয়েনটন পূর্বে জেলের ওয়ার্ডেন ছিলেন। সেই অভ্যাসবশত তিনি পরিবারের সব সদস্যদের গতিবিধি কড়াহাতে নিয়ন্ত্রণ করেন। এজন্য তাঁর পরিবারের সদস্যরা তাঁর ওপর বিরক্ত। এরপর হঠাৎ মিসেস বয়েনটন খুন হয়ে যান। গোয়েন্দা হিসাবে রঙ্গমঞ্চে অবতীর্ণ হন এরকুল পোয়ারো। তিনি বলেন সকলের সাক্ষাৎকার নিয়ে ২৪ ঘন্টার কেসের সমাধান করবেন। কিভাবে তিনি খুনীকে সনাক্ত করেন তাই নিয়ে পরবর্তী ঘটনাক্রম এগিয়েছে।
২) দ্য বিগ ফোর:- ১৮ মাস বাদে আর্জেন্টিনা থেকে লন্ডনে ফিরে হেস্টিংস দেখেন বন্ধু এরকুল পোয়ারো রিও ডি জেনেরো যাওয়ার উদ্যোগ নিচ্ছেন। কিন্তু তাঁর যাত্রা বাতিল হয় কারণ পোয়ারো দেখেন তার বেডরুমে এক অপরিচিত লোক শুয়ে আছে। কিন্তু দরজা-জানালা তো সব বন্ধ। মেরিলিন নামের ক্ষুধার্ত ও ক্ষীণকায় লোকটি শুধু পোয়ারোর নাম উচ্চারণ করেন, সঙ্গে বারবার "চার" লেখেন। হেস্টিংস একেই দ্য বিগ ফোর বলেছেন। লোকটি এরপর এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের আভাস দেয় ও এই দলের চার নেতার কথা জানায়। ধীরে ধীরে পোয়ারো এই কেসের মধ্যে জড়িয়ে পড়ে।
৩) ছোটগল্প: পূর্বে পড়া থাকায় এগুলো আর পড়া হয়নি।
মতামত: আর পাঁচটা বাংলাদেশী বইয়ের মত এতেও অনেক বানান ভুল চোখে পড়েছে। প্রকাশকদের এবিষয়ে নজর দেওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। অনুবাদের ভাষা সহজ-সরল ও সাবলীল, পড়তে অসুবিধা হয় না। প্রচ্ছদটিও বেশ ভালো লেগেছে।
রিভিউটি লিখেছেনঃ Sudip Kr Das
0 Comments
আপনার মতামত লিখুন।