অদ্ভুতুড়ে সিরিজ : শীর্ষেন্দু মুখোপাধ্যায় Adhuture Series by Shirshendu Mukhopadhyay

অদ্ভুতুড়ে সিরিজ : শীর্ষেন্দু মুখোপাধ্যায় Adhuture Series by Shirshendu Mukhopadhyay

অদ্ভুতুড়ে সিরিজ 
লেখক: শীর্ষেন্দু মুখোপাধ্যায় 

'অদ্ভুতুড়ে সিরিজ' লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এক অসাধারণ সৃষ্টি যার সূচনা হয়েছিল 'মনোজদের অদ্ভুত বাড়ি' উপন্যাস দিয়ে এবং এই সিরিজের এখনও পর্যন্ত শেষ উপন্যাস 'আশুবাবুর টেলিস্কোপ'। অদ্ভুতুড়ে সিরিজের প্রায় প্রতিটি উপন্যাসে ঘুরেফিরে এসেছে এক আশ্চর্য মায়াবি জগৎ। সেখানে আমরা পাই জ্যোতিষী, কাপালিক, হোমিওপ্যাথ ডাক্তার, চোর, পকেটমার,  দারোগা, কৃপণ, ভিনগ্রহ থেকে আগত মানুষ যারা অনেকটা আমাদেরই মতো আর অবশ্যই উপকারী ভূত। তবে 'বনি', 'চক্রপুরের চক্করে' এ ধরনের কয়েকটি উপন্যাসের থিম আবার কিছুটা আলাদা। শীর্ষেন্দুবাবুর লেখায় সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল মানানসই সংলাপ। অ্যাটমোসফিয়ার তৈরিতেও তিনি অপ্রতিদ্বন্দী। দমফাটা হাসির আবহেও কোথাও যেন তিনি আমাদের ভাবনার মূলে আঘাত করেন। তাঁর গল্প / উপন্যাসের খলনায়করাও যেন পুরোপুরি খলনায়ক নয়, ভালো খারাপ মিশিয়ে তারাও পাঠকের সহানুভূতির দাবিদার। তাঁর ' অদ্ভুতুড়ে সিরিজ' পড়তে পড়তে আমরাও পৌঁছে যাই মনোজের কাকার অদ্ভুত ল্যাবে কিংবা শুনতে পাই মোহন রায়ের বাঁশির আওয়াজ। সাধুবাবার লাঠি এখনও শায়েস্তা করে দুষ্কৃতীদের। বিনা পরিশ্রমে কিছু পেতে চাইলে কানে ভেসে আসে 'উঁহু'। বাংলা ভাষা ও সাহিত্যের অনুরাগী পাঠকদের কাছে 'অদ্ভুতুড়ে সিরিজ' তাই আনপুটডাউনেবল একথা বলাই যায়।
রিভিউটি লিখেছেনঃ Soumyajit

Post a Comment

0 Comments