আদর্শ হিন্দু হোটেল
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ছোটবেলা থেকেই বিভূতিভূষণ আমার অন্যতম প্রিয় একজন লেখক। আদর্শ হিন্দু হোটেল তাঁরই এক অমর সৃষ্টি। অনেকটা রূপকথার মতই এগোতে থাকে কাহিনী এবং শেষটাও খুব মনোমুগ্ধকর। একাধিক বার পড়ে ফেলা যায় এরকম উপন্যাস। উপন্যাসের মূল চরিত্র হাজারি ঠাকুরকে মনে হতে থাকে একজন রক্ত মাংসের মানুষ ঠিক আমার আপনার মতই।
রিভিউটি লিখেছেনঃ Soubhik Paramanik
0 Comments
আপনার মতামত লিখুন।