অবিশ্বাস্য বিশ্বজুড়ে
লেখক: স্বপন বন্দ্যোপাধ্যায়
অনেকদিন পর একটি তথ্যমূলক বই পড়লাম। বিশ্বের সব অবিশ্বাস্য এবং অজানা তথ্য উপর প্রবন্ধের একটি ভালো বই। অনেক কিছু অজানা তথ্য সঠিক রেফারেন্সের মাধ্যমে গল্প আকার বলা হয়েছে। যীশু খ্রীষ্ট যে ভারতে এসেছিলেন এবং কাশ্মীরে ছিলেন তাও সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। বইটির লেখক শৈলী যথেষ্ট ভালো এবং সুখপাঠ্য। ত্রিশটি অবিশ্বাস্য টপিক নিয়ে বইটি লেখা হয়েছে। পড়তে বেশ ভালোই লাগে। আপনারাও পড়ে দেখতে পারেন নিরাশ হবেন না।
রিভিউটি লিখেছেনঃ Suva
0 Comments
আপনার মতামত লিখুন।