আবার বিদুর - স্মরণজিৎ চক্রবর্তী Abar Bidur by Smaranjit Chakraborty

আবার বিদুর - স্মরণজিৎ চক্রবর্তী Abar Bidur by Smaranjit Chakraborty

আবার বিদুর (স্মরণজিৎ চক্রবর্তী) 

এবারের আনন্দমেলার বিশেষ সংখ্যায় পেলাম লেখক স্মরণজিৎ চক্রবর্তীর নতুন উপন্যাস ‘আবার বিদুর’।উপন্যাসের পাতায় ঊঠে এসেছে পরাধীন ভারতবর্ষের চিত্র...
বিদুর কে এবং সে কিভাবে পরাধীন ভারতবর্ষে বিপ্লব আনছে লেখকের লেখনীতে অসামান্য ভাবে ফুটে উঠেছে।আর শেষের টুইস্ট টাও অসাধারণ। তৎকালীন সময়ে নীল চাষ করতে কিভাবে বাধ্য করা হত, তার পরিনাম ফুটে উঠেছে পাতায় পাতায়। বিদুর চরিত্রটাকে খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন স্মরণজিত চক্রবর্তী। 
মন ভরে যাবে।পড়ায় থাকুন,ভালো থাকুন। 
রেটিং-৯/১০...

রিভিউটি লিখেছেনঃ Sandip

review
নাম : আবার বিদুর
লেখক: স্মরণজিৎ চক্রবর্ত্তী
আনন্দমেলা বিশেষ সংখ্যা

আমার সাম্প্রতিক পড়া একটি ভালো কিশোর উপন্যাস। কাহিনীর পটভূমিকা প্রাক স্বাধীনতার সময়ের। তৎকালীন নীলকর সাহেব ও বাঙালি মোসাহেবদের  বীভৎস আত্যচার এবং অত্যাচারিত কৃষকদের দুরবস্থার কথা কাহিনীতে বর্ণিত হয়েছে। কাহিনীর নায়ক বিদুর এই সমস্ত অত্যাচারী লোকদের খুন করে প্রতিশোধ নেয়। প্রতিশোধ নেওয়ার পদ্ধতি টা অনেকটা থ্রিলার কাহিনীর মত। গল্পে তৎকালীন ইংরেজ অধীনস্থ পুলিশ বাহিনীর অক্ষমতা বেশ মজার ভাবে পরিবেশিত হয়েছে। নায়ক বিদুর এখানে দক্ষ রায়  নামে  পুলিশের সঙ্গে থেকে নিজের কার্যসিদ্ধি করেছে। গল্পটির কোন ঐতিহাসিক সত্যতা না থাকলেও পড়তে বেশ ভালো লাগে। কাহিনীটা কিশোরদের জন্য লেখার হলেও বড়দেরও পড়তে ভালো লাগবে।
রেটিং  ৮/১০
রিভিউটি লিখেছেনঃ Suva

Post a Comment

0 Comments