১৯৫২ নিছক কোনো সংখ্যা নয়
লেখক- মোহাম্মদ নাজিমউদ্দিন
প্রকাশনা - অভিযান পাবলিশার্স
নতুন গাড়ি কিনে প্রথমদিন রাস্তায় নেমেই রহস্যজনক দুর্ঘটনার শিকার হল এক সাংবাদিক। মৃত ব্যক্তি কী গাড়ির ধাক্কাতেই মৃত নাকি অন্য কিছু ঘটনা? খুব দ্রুত ও নাটকীয়ভাবে মোড় নিতে শুরু করল পরবর্তী ঘটনাপ্রবাহ। সমস্ত রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠল ১৯৫২! হত্যা-ষড়যন্ত্র, দুটো পরিবারের মধ্যের রাজনৈতিক ক্ষমতার ব্যাবহার নাকী অপব্যবহার, সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র বেরিয়ে এল একে একে। যেনো কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে। অনেকগুলো ঘটনার জটপাকানো রহস্য, কয়েকটা দম বন্ধ করা অভিযান, লুকিয়ে থাকা রহস্য।সেই রহস্যের সমাধান দিতে পারে কেবল ১৯৫২। এর বেশী কিছু বলতে গেলেই আমি স্পয়েলার দিয়ে ফেলবো। তাই এতটুকুই। শেষের টুইস্ট কেওই কোনোভাবেই ভাবতে পারবে না এরকম হতে পারে।
💢Must read
টানটান উত্তেজনা আর গতিময় থ্রিলার উপন্যাস। উপন্যাস পড়ার পর সত্যিই মনে হবে "১৯৫২ নিছক কোনো সংখ্যা নয়"।
রিভিউটি লিখেছেনঃ
১৯৫২
লেখক মোঃ নাজিমুদ্দিন
এই বাংলাদেশী সাহিত্যিকের অনেক গুলি উপন্যাস ইদানিং কালে পড়ার সুযোগ হয়েছে। তার মধ্যে বেগ বাস্টার্ড সিরিজ এর ৫ টি উপন্যাস। বলতে দ্বিধা নেই যে ওনার লেখনীতে অনেক অবাস্তব কিছু ঘটনা আছে, কিন্তু ওনার একটি গুন হলো ওনার লেখায় একটা দারুন সুন্দর টান টান উত্তেজনা পাঠকের মনে ছড়িয়ে দেয় যার কারণে বইটা শেষ না করে ওঠা যায় না।
১৯৫২ একটি মার্ডার মিষ্ট্রি, যার অনেক গুলো চরিত্র এবং প্রটাগণিস্ট হলো সাংবাদিক সায়েম মহাইমেন। সায়েম একটি গাড়ি কিনে প্রথম দিন অ্যাকসিডেন্ট করে, এক ব্যক্তি কে গাড়ি চাপা দেয়। ঘটনাচক্রে সে বাংলাদেশের একটি অত্যন্ত প্রভাবশালী ও বিত্তশালী পরিবারের একমাত্র উত্তরাধিকারী।
এরপর ক্রমে ক্রমে প্রকাশ পায় কিভাবে এই মৃত্যু টি আসলেই সমাপতন এক আরো বড় অপরাধের, যেখানে জড়িত এক সাংসদ ও তার দলবল।
মাঝে মাঝে কিছু চরিত্র অনাবশ্যক মনে হয়েছে, কিছু দীর্ঘ আলোচনা যেগুলো রচনা টিকে একটু ধীর করে দিয়েছে।
লেখা টি একবার পড়ার জন্য যথেষ্ট ভালো বলেই আমার মত।
রিভিউটি লিখেছেনঃ Kuheli Basu
0 Comments
আপনার মতামত লিখুন।