বইঃ যাত্রিক
লেখকঃ অর্ণব রায়
কিছুদিন আগে অর্ণব রায় এর “Mahabharat Murders" এর রিভিউ দিয়েছিলুম এবারে পড়ে ফেললুম ওনারই লেখা যাত্রিক। যাত্রিক মানে পথিক। এবং বইটি এই গল্পের নায়ক অনুষ্টুপের জীবনের যাত্রাকে কেন্দ্র করে। বইটির প্রথম অধ্যায়ে মৃত্যু দিয়ে শুরু হলেও যাত্রিক শেষ পর্যন্ত জীবনের কথা বলে।
অনুষ্টুপ একজন সাধারণ বাঙালি লোক। আর পাঁচটা বাঙালির মতো সে ও তার নিজের জীবন নিয়ে বিভ্রান্ত, সে মানুষ চিনতে ভুল করে, রাজনীতি করতে গিয়ে তার ভেতরের নোংরা দিক গুলো দেখতে পেয়ে তার মোহভঙ্গ হয় কিন্তু তার আত্মাভিমান তাকে অন্যায় সাহায্য নিতে বাধা দেয়. যার ফলে সে তার বাড়ি ছেড়ে বস্তিতে গিয়ে থাকতে বাধ্য হয় কিন্তু সে মাথা নোয়ায়ে না. একজন সাধারণ বাঙালির গল্প হওয়া সত্ত্বেও বইটি সোজা, একমুখী পথে এগোয় না। গল্পে টুইস্ট আছে একাধিক, কিছু প্রত্যাশিত বেশিরভাগই অপ্রত্যাশিত. ধীরে ধীরে পুরোনো ভুল ধারণা গুলো ভেঙে যায়, অতীত থেকে সত্য তার কুৎসিত মাথা তুলে দাড়ায়ে, চেনা মানুষ গুলো বদলে যায়, উপলব্ধি গুলো ও বদলাতে থাকে।
আমাদের জীবনে এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর আমরা কখনোই জানিনা, সে প্রশ্ন গুলো সারাজীবন ধরে আমাদের মনের মধ্যে খোঁচা দিতে থাকে। কেন আমার ছোটবেলার বন্ধু হঠাৎ আমার সঙ্গে যোগাযোগ ছিন্ন করে দিলো? কেন আমি অতো ভালো ইন্টারভিউ দিয়েও চাকরি টা পেলুম না? যাত্রিক এমনই কিছু প্রশ্নের উত্তর দেয় - এবং সেটা দিতে গিয়ে লেখক নিয়তি সম্পর্কে মিথ টাকে ভাঙার চেষ্টা করেছেন। বলতে চেয়েছেন যে শেষ পর্যন্ত জীবনের প্রতিটি ঘটনার কিছু না কিছু ব্যাখ্যা থাকে যা আমাদের কাছে স্পষ্ট নাও হতে পারে কারণ যখন সেটা ঘটেছিলো তখন আমরা সেখানে উপস্থিত ছিলাম না। গল্পে চরিত্রচিত্রন নিখুঁত - মাধ্যমিক এর খাতা দেখার শিক্ষক, কল সেন্টারের বস, রাজনৈতিক নেতা প্রভৃতি চরিত্র দের নিপুন ভাবে ফুটিয়ে তুলেছেন।
কাহিনীর শেষ টা আরেকটু ভালো হতে পারতো - কিছু প্রশ্নের উত্তর অজানা থেকে যায়। হয়তো লেখক সেটাই চেয়েছেন যে পাঠক নিজের মতো করে ভেবে নেবে. পরিশেষে বলি, যাত্রিক একজনের জীবনের যাত্রার গল্প যা একবার পড়তে শুরু করলে শেষ না করে ছাড়তে পারবেন না।
রিভিউটি লিখেছেনঃ sayan das
0 Comments
আপনার মতামত লিখুন।