একাদশে সূর্যোদয় - রূপক সাহা Wkadoshe Surjadoy by Rupak Saha

একাদশে সূর্যোদয় - রূপক সাহা Wkadoshe Surjadoy by Rupak Saha

বই:- একাদশে সূর্যোদয়
লেখক :- রূপক সাহা

সেই মায়াবী সময়কাল। এগারোজন পরাধীন ভারতীয় যুবকের খালি পায়ের জাদু। তৎকালীন প্রভুদের পায়ে পা লাগিয়ে, বা বলা চলে boot এ পা লাগিয়ে shield জেতা। জয় টা শুধু মোহনবাগান (❤️) এর ছিলো না। সব ভারতীয় সেদিন জিতেছিল।কিন্তু এই যে গর্বের দিন, সেটা তো এমনি আসেনি।আর শুধু মনের জোরে ও আসেনি। অনেক ঘামরক্ত,স্বার্থত‍্যাগ, এমনকি নিজের পেশা কে ঝুঁকি তে ফেলে মাঠে আসা। এগুলি গেল খেলোয়াড়দের স্বার্থত‍্যাগের কথা। কিন্তু শচীন তেন্ডুলকারের বিশ্বসেরা হয়ে ওঠার পশ্চাতে যেমন ওনার পরিবারের একটা বিশাল অবদান ছিল, তেমনই আমাদের এগারো'র যোদ্ধা দের পিছনে ও ছিলো এমন অনেক মানুষ যাদের কথা সামনে হয়তো আসবে না কিন্তু তাঁরা ছিলেন। এমন অনেক মানুষ অনেক অজানা ঘটনার কথা মাননীয় লেখক তুলে এনেছেন এই কাহিনী তে।আর সেই সময়কাল টি ও অপুর্ব মুন্সিয়ানা এ এঁকেছেন লেখক।পড়ার সময় অজান্তেই সেই সময়ে চলে যেতে হয়। এবং কাহিনী টি তথ‍্যবহুল কিন্তু  তথ‍্য ভারাক্রান্ত নয়।

(ওঁর লেখনীর review  লেখার যোগ‍্যতা আমার নেই। তাও চেষ্টা করলাম। আর এই কাহিনী বেছে নেওয়ার কারণ শুধুই মোহনবাগান।)

রিভিউটি লিখেছেনঃ Dodon

Post a Comment

0 Comments