টাইম মেশিন : এইচ. জি. ওয়েলস The Time Machine by H. G. Wells

টাইম মেশিন : এইচ. জি. ওয়েলস The Time Machine by H. G. Wells

বই: টাইম মেশিন
লেখক: এইচ. জি. ওয়েলস

টাইম মেশিন অর্থাৎ সময় ভ্রমণ নিয়ে কল্পনা, জল্পনা, পরিকল্পনার অন্ত নেই। সময় কারো জন্য থেমে থাকে না। অথচ এই মেশিন দ্বারা সেই সময়কে নিয়ন্ত্রন করা যায়, অদ্ভুত না? অবশ্যই, অবিশ্বাস্য ও বটে।সময় পর্যটক এক সাংবাদিকের কাছে প্রমাণ সহ তার ভ্রমণের বর্ণনা সাজান।  টাইম মেশিন এর সাহায্যে চলে যান সুদূর ভবিষ্যতের কোনো এক পৃথিবীতে। যেখানে আমাদের পরিবেশ, প্রকৃতি আর মানুষ সব কিছুই বদলে গেছে নিজেদের প্রয়োজনে অভিযোজিত হয়েছে। যেটা একদম বাস্তব মনে হয়।তিনি বলেছেন তখনকার মানুষের মধ্যে নারী পুরুষ সবাই এক চেহারার দেখতে, কোনো ভেদাভেদ নাই।বর্তমান প্রেক্ষাপটে তো সেটাই হচ্ছে। নারীরা পুরুষ সাজায় ব্যাস্ত। তার জন্যই গল্পটা বাস্তব বাস্তব মনে হয়।
আর মাটির নিচে মানুষ। তারা আবার অন্ধকারের প্রাণী। আজকে কিন্তু মাটির নিচে সভ্যতার সূত্রপাত শুরু হয়ে গেছে।কে বলতে পারে লক্ষ লক্ষ বছর পরের কোনো এক সালে লেখকের কথা বাস্তব হবে না? সেখানে গিয়ে উইনী নামক একটা বাচ্চা মেয়ের সাথে বন্ধুত্ব হয় লেখকের। এবং ভ্রমণ শেষে উইনির দেয়া একটা জংলী ফুল তার পকেটে থেকে যায়, আর সময় ভ্রমণের প্রমাণ হিসেবে সেটাই পেশ করেন তিনি।
সবশেষে বলতে চাই গল্পটা পরে এর মাঝে হারিয়ে গেছি বলতে গেলে।জীবন্ত মনে হয়ে ছিলো। শেষ পাতায় কোনোভাবে মনে হয় ছিলো এটা কোনো গল্প না। এটা তো বাস্তব। চরম ও পরম বাস্তবতা। অসাধারণ বই।

রিভিউটি লিখেছেনঃ Louis Bloom

Post a Comment

0 Comments