সূর্যতামসী - কৌশিক মজুমদার Surjotamosi by Kaushik Majumdar

সূর্যতামসী - কৌশিক মজুমদার Surjotamosi by Kaushik Majumdar

সূর্যতামসী
কৌশিক মজুমদার
বুকফার্ম

বাংলা ভাষায় বর্তমানে মৌলিক থ্রিলারধর্মী বইয়ের অভাব নেই, অনেকেই লিখছেন, বেশ ভালো ভালো লেখা আমরা পাঠকরা পাচ্ছি।

কৌশিক মজুমদারের থ্রিলার ট্রিলজির প্রথম বই সূর্যতামসী।বুকফার্ম থেকে প্রকাশিত হয়েছে বইটি।একই সমান্তরালে দুটো সময়ের গল্প বলে চলেছেন লেখক।একটা বর্তমানে,যেখানে উঠতি গোয়েন্দা তুর্বসু জড়িয়ে পড়ে অদ্ভুত এক রিচুয়ালস্টিক মার্ডার কেসে,আর এক ধারায় কিংবদন্তি তূল্য পুলিশের কর্তা প্রিয়নাথ, বৃটিশ রাজের সময়কাল,তিনিও মাথা ঘামাচ্ছেন চিনে পাড়ায় হয়ে যাওয়া এক নৃশংস হত্যাকান্ডের। মাঝখানে কতদিনের ব্যবধান। কোনো কি অন্তমিল আছে এ দুটো খুনের ঘটনায়?

একি সাধারণ খুনের মামলা না আর পেছনে রয়েছে অজানা অচেনা অন্ধকারের গল্প?গল্পে এসে ভীড় করে সব ঐতিহাসিক চরিত্ররা, কলকাতার আনাচে কানাচে ছুটে বেড়ায় সবাই কোন অজানা আতঙ্কে?

ট্রিলজির প্রথম বই যেহেতু,লেখক কিছু সুতো ছেড়েছেন কিন্তু নাটাই তার হাতেই ,পরের দুই পর্বেই খোলাসা করবেন সমস্ত রহস্য জট। গল্পের ভাষা খুবই সাবলীল, ঝরঝরে মেদমুক্ত লেখনী। অনেক ঐতিহাসিক চরিত্রের সমাবেশ ঘটলেও কোথাও এত চরিত্রের ভীড়ে হারিয়ে যায়নি মূল গল্প। পাশাপাশি দুই সময়কাল লেখক বেশ দক্ষতার সাথেই তুলে ধরেছেন। বর্ষার দিনে হাতে কাজ না থাকলে তুলে নিতেই পারেন কৌশিক মজুমদারের এই বইটি।

রিভিউটি লিখেছেনঃ Shuvro Noman

Post a Comment

0 Comments