সোনালী জিশুর মূর্তি by সুযোগ বন্দোপাধ্যায় Sonali Jishur Mrityu by Sukanta Gangopadhyay

সোনালী জিশুর মূর্তি by সুযোগ বন্দোপাধ্যায় Sonali Jishur Mrityu by Sukanta Gangopadhyay

সোনালী জিশুর মূর্তি 
কাহিনী ও ছবি: সুযোগ বন্দোপাধ্যায় 

এখানে সাধারণত গল্প উপন্যাস এবং সিনেমা সিরিজেরই রিভিউ দেওয়া হয় বলে দেখে এসেছি।
আজকে কমিকসের রিভিউ লেখার চেষ্টা করলাম।

প্লট: রাপ্পা তার বন্ধু টনি কে নিয়ে যায় এক পুরাতন শিল্প সংগ্রাহকের বাড়ি সাক্ষাৎকার নিতে। সেখানে গিয়ে শুনে সেই ব্যক্তি একটু আগেই বেরিয়ে গেছে। একটু পরেই আমরা দেখতে পাই তাকে একটি ইচ্ছাকৃত গাড়ি দুর্ঘটনার মধ্যে ফেলা হয়েছে। তারপরে তিনি চলে যান কোমায়। তাকে কে এক্সিডেন্ট করালো, এই ঘটনার পিছনে কি একজন নাকি অনেক জন আছে তাদের উদ্দেশ্যই বা কি এইগুলো জানতে হলে আপনাকে কমিকস টি পড়তে হবে।

সাধারণত rappa রাও র কমিকস গুলোতে প্রচন্ড হাসির সাথে সাথে কিছু কিছু কারেন্ট socio পলিটিক্স জিনিসও বুড়ি ছোঁয়া হয়ে যায়। এখানে তার বেশ খানিকটা অভাব রয়েছে। হাসির এলিমেন্ট আছে তবে তা অন্যান্য বারের তুলনায় অনেকটাই কম। আর কমিকসের দৈর্ঘ্য যথেষ্ট ছোট।
সুযোগ বাবুর ইলাস্ট্রেশন এর কাজ আমার বরাবরই ভালো লাগে। এবারেও ঠিকঠাক।

এখনো পর্যন্ত পূজা বার্ষিকী আনন্দমেলায় পড়া রাপ্পা রায়ের বেস্ট কমিক্স আমার কাছে হলো 'রাপ্পা@ফুল স্টপ ডট কম'। এখনো মনে আছে যখন পড়েছিলাম হাসতে হাসতে পেটে খিল ধরে গিয়েছিল। মাঝে মাঝেই সেই কমিক্স রিভিজিট করি।
সোনার হরিণ র পর বেস্ট লাগে ' দার্জিলিঙে রপ্পা রায় '

 রিভিউটি লিখেছেনঃ © Zombiedeep

Post a Comment

0 Comments