সেকালের বুখারায়
সদরুদ্দিন আইনী
ন্যাশনাল বুক এজেন্সি
মূল রুশ থেকে অনুবাদ করেছেন বিনয় মজুমদার।
সবে মাত্র পড়া শেষ করলাম বইটি। বিখ্যাত তাজিক লেখক Sadriddin Ayni বা সদরুদ্দিন আইনীর আত্মজীবনী। 1961 সালে বইটির প্রথম মুদ্রণ, 1992 সালে দ্বিতীয় মুদ্রণ। এখন আর পাওয়া যায় কিনা জানিনা। আমার এক কলিগ দিয়েছিলেন পড়তে। বর্তমানের উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান দেশগুলো রাশিয়া বিপ্লবের আগে একসঙ্গে Emirate of Bukhara র অর্ন্তভূক্ত ছিল। সেখানকারই এক ছোট্ট গ্রাম 'সক্তারা'য় 1878 খ্রীষ্টাব্দে তাঁর জন্ম, খানিক দূরের আর এক গ্রাম শাফ্রিকান এলাকার 'উঁচু মহলে' মামারবাড়ি এলাকাতেও তাদের আর এক বাড়ি। চাষবাসের কাজে তাদের পরিবারের গরমের দিন কাটতো সক্তারায় আর শীতের দিনে উঁচু মহলে - সেখানে তার বাপ ঠাকুর্দা ছুতোরের কাজ করতো। মাত্র 12 বছর বয়সে অল্প কয়েকদিনের ব্যবধানে বসন্ত রোগে বাবা ও মার মৃত্যু হয়। বয়সে অল্প বড় দাদার সঙ্গে এরপর 'বুখারা'য় আসেন পড়াশোনা করতে। সেখানকার মাদ্রাসাতেই আরবী ও অন্যান্য বিষয়ে শিক্ষালাভ করেন।
বইটির দুটো খন্ড। প্রথম খন্ডে তাঁর জন্ম থেকে শুরু করে বাবা-মার মৃত্যু ও বুখারায় পড়তে আসা পর্যন্ত সময়কালের বর্ণনা আর দ্বিতীয় খন্ডে বুখারায় কাটানো প্রথম এক দুবছরের কথা আছে। যে অঞ্চলের কথা লেখক বলেছেন সেখানকার পরিবেশ আমাদের সম্পূর্ণ অচেনা, তারপর সময়টাও প্রায় 130-140 বছর আগেকার। তবু পড়তে গিয়ে ছোট্ট সদরুদ্দিনের সঙ্গে একাত্মবোধ গড়ে উঠতে অসুবিধা হয় নি। লেখক ও অনুবাদক দুজনেরই অবদান আছে তাতে।
অনেকদিন পর এমন একটা বই পড়লাম যেটা সত্যিই মন ছুঁয়ে গেল।
(মূল রুশ বইয়ের নাম বইতে পাইনি, ইন্টারনেটে সার্চ করেও পেলাম না। যদি কারোর জানা থাকে বলবেন প্লিজ)
0 Comments
আপনার মতামত লিখুন।