সাতকাহন
সমরেশ মজুমদার
"ভালোবাসা হলো বেনারসি শাড়ির মতো, ন্যাপথালিন দিয়ে যত্ন করে আলমারিতে তুলে রাখতে হয়, তাকে আটপৌরে ব্যবহার করলেই সব শেষ।"
সমরেশ মজুমদারের লেখা সাতকাহন হলো একজন সাহসী নারীর সংগ্রামের কাহিনী। যদিও এত বড়ো উপন্যাস ব্যাখা করা কঠিন।
উপন্যাসের মুখ্য চরিত্র দীপাবলি। তথাকথিত সামাজিক রীতিনীতি, ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে লড়াই করে নিজের জন্য বেঁচে থাকার কথা বর্ণিত আছে। বইটিতে দীপাবলির শৈশব, কৈশোর, যৌবন এবং চাকরিজীবন কে তুলে ধরা হয়েছে। ছোট থেকে নানা ঘাত প্রতিঘাত সহ্য করে হার না মেনে এগিয়ে চলা। দীপাবলি চরিত্রটির অসাধারণ ব্যক্তিত্ব, আত্মসম্মানবোধও প্রবল। এছাড়াও আছে ডুয়ার্সের প্রাকৃতিক পরিবেশের বর্ণনা, সেখানকার মানুষজনের কথা। এককথায় অসাধারণ একখানা বই।
রিভিউটি লিখেছেনঃ Priya
0 Comments
আপনার মতামত লিখুন।