সন্ন্যাসী দেশনায়ক
এটি নেতাজি/ গুমনামি বাবা/ মহাকালের ওপর করা একটি সিনেমা। যদিও আমি এটাকে তথ্যচিত্র ই বলবো, আরো ভালো করে বোঝাতে গেলে বলা যায় "sachin a billion dreams" যেমন একটি ডকুমেন্টারি ফিল্ম ছিলো এটাও ঠিক তেমনি। কিছু জিনিস ফিল্মের খাতিরে কল্পনা করতে হয়েছে।
এর পরিচালক হলেন "Black Box of History" documentary র পরিচালক অম্লান কুসুম ঘোষ (এই documentary টা ইউটিউবে free তে available, কারোর ইচ্ছে থাকলে দেখতে পারেন। আমি বলবো যদি সন্ন্যাসী দেশনায়ক দেখতে যান তবে তার আগে এই documentary টা অবশ্যই দেখবেন)
1945 সালের সেই বিমান দুর্ঘটনার পরে তিনি কোথায় গেলেন তা নিয়ে নানা মুনির নানা মত, অনেকেই অনেক রকম থিওরী মানেন, কেও কেও সেই বিমান দুর্ঘটনাতেই তাকে মেরে দিতে তৎপর, আবার অনেকেই সেই গল্পে বিশ্বাস করে না। অম্লান কুসুম ঘোষ যে থিওরী মানেন সেটা আমার নিজেরও বিশ্বাস হয়। তাই এই সিনেমাটা আমার খুবই ভালো লেগেছে। এমনকি আমি বলবো 3 বছর আগে বেরোনো আরেকটা সিনেমার থেকেও বেশি ভালো লেগেছে আমার।
এটা পরিচালক এর প্রথম পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা ছিলো বড়ো পর্দায়, তাই কিছু কিছু জায়গায় একটু কম জমাটি লাগতে পারে কারো কারো। তবে আমি বলবো ওনার 6 বছরের পরিশ্রম জলে যায়নি। বিধাতাপুরুষ ওনার হাত দিয়ে যে কাজ করালেন তা নেতাজির রহস্য উন্মোচনে এক মাইলস্টোন হয়ে রইবে বলে আমার বিশ্বাস।
এটা ott তে আসবে কিনা জানি না, তবে সাগ্রহে অপেক্ষা করবো তার জন্য। আসলে ভয় হয়, already এক পরিবার এর বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দিয়েছে রিলিজ এর আগেই(নেতাজির নাম ভাঙিয়ে খাওয়ার লোকের তো অভাব নেই)।
খারাপ লাগে কিছু স্বার্থান্বেষী মানুষদের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে এমনি কাজ করেন তাদের কাজ ও দাম পায় না। আজ ই দেখলাম সন্ন্যাসী দেশনায়ক দেখতে গেছেন মেরেকেটে পনেরো জন মানুষ, আর তারপরের শো ই ছিলো 3 বছর আগে যে সিনেমা বেরিয়েছিল সেই সিনেমাতে নেতাজি গবেষকের চরিত্রে অভিনয় করা অভিনেতার পরিচালিত সিনেমা, আর তা দেখার জন্য হলের বাইরে লাইন পরে গেছিলো।
সুভাষ চন্দ্র বসু এখনো বেঁচে আছেন কি নেই সে ব্যাপারটা নিয়ে আগে অনেক তর্ক করেছি অনেকের সঙ্গে, আর করতে ইচ্ছে করেনা। আমার নেতাজির প্রতি যে ভালোবাসা তা বহুগুণে বেড়ে গেছিলো একজন গুরুজনের সংস্পর্শে এসে, আজ তারই একটা লেখা দিয়ে এই অনুভূতি শেষ করছি " নেতাজি এখনো জীবিত কিনা এটা খুবই বিস্তৃত আলোচনার বিষয়। ভারতবর্ষে 125 বছর বেঁচে থাকা নেহাৎ ছেলেখেলা, 1000 বছর বেঁচে থাকাও আহামরি কিছু নয়। প্রশ্নটা হলো, আমরা কেমনভাবে তাঁকে দেখতে চাই, জীবিত না মৃত? আমরা চাই না চাওয়ানো হয়? আমরা কি সত্য জানতে জলে ডুবন্ত মানুষের মতো ব্যগ্র, না, অভিসন্ধিমূলক কিছু চাপিয়ে দেওয়া দুষ্ট সিদ্ধান্তের শিকার?
এর জন্য প্রয়োজন -
1) খাঁটি হিমালয়ের সাধুর সঙ্গ,
2) ভারতীয় যোগদর্শনের সম্যক জ্ঞান,
3) জ্ঞানগঞ্জ সম্বন্ধে অধ্যাত্মানুভূতিসম্বুত বিশুদ্ধ ধারণা,
4) সঠিক গ্রন্থপাঠ তথা বেঠিক তথ্য বর্জন,
5) নেতাজিকে অক্সিজেনের মতো ভালোবাসা।
বলাই বাহুল্য, এই criteria 10000 এ একজনের থাকে বা থাকে না।
আর, বোঝা অত্যন্ত সহজ, বোঝানো মারাত্মক কঠিন।"
সিনেমাটা ভালো হয়েছে, দেখতে পারেন।
জয়তু নেতাজি।
কলমে - @a_worshipper_of_goat_Messi
0 Comments
আপনার মতামত লিখুন।