রাশিয়ান রুলেট - সুপ্রিয় চৌধুরী

রাশিয়ান রুলেট - সুপ্রিয় চৌধুরী

রাশিয়ান রুলেট - সুপ্রিয় চৌধুরী 

এবারের শারদীয়া দেশ পত্রিকায় বেরোনো সুপ্রিয় চৌধুরীর 'রাশিয়ান রুলেট' উপন্যাসটির কথা খুব শুনেছিলাম। গ্রুপ অ্যাডমিনদের কৃপা না থাকলে হয়তো কখনোই পড়ার সুযোগ হ'তো না উপন্যাসটা। শুরুতেই এটাই খুলে পড়তে আরম্ভ ক'রে গোগ্রাসে শেষ করেছি। 

এক নৃশংস মাফিয়ার সঙ্গে একজন যোদ্ধার ন্যায়ের লড়াই, সঙ্গে কাম, ক্রোধ, ভালোবাসা, লোভ, লালসা, হিংসা মিলে মিশে একাকার।

এক্স ইন্টেলিজেন্স কেজিবির এজেন্ট তূর্য বোস সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে সুলতানের অধীনে কাজ করছিল মায়ের অনুরোধে কলকাতায় ফিরতেই তার বন্ধু সের্গেইয়ের মেয়ে ভ্যালেন্তিনার নিখোঁজের কথা জানতে পারে। মিখাইলেভের অনুরোধে মেয়েটাকে খুঁজতে গিয়ে জানতে পারে সে নাকি থাইল্যান্ডে কাজ করতে গিয়েছিল। ফিরতে হয় পুরোনো প্রফেশনে এই নিয়েই গল্প। তিনটি মহাদেশ বিস্তৃত এই গল্পের শিকড় ছুঁয়ে যায় কলকাতাকেও। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট প্রতিটি ঘটনায় লেখকের ডিটেলিং, এত ভালো রিসার্চ ওয়ার্ক যে মুখ্যচরিত্র কিছুটা লার্জার দ্যান লাইফ হলেও কোনো কিছুই আরোপিত মনে হয় না। ডার্ক ওয়েব, সেক্স ট্যুরিজম, চাইল্ড, উইমেন এবং আর্মস ট্রাফিকিং, নিউক্লিয়ার স্মাগলিং, বিটকয়েন র‍্যাকেট স্ক্যাম কীভাবে মাকড়সার জালের মতো ছড়িয়ে তার আভাস মেলে পাতায় পাতায়
 সাবলীল অনায়াস গদ্যের সঙ্গে ট্র্যাজেডি যুক্ত হয়ে জমাট হয়েছে অপরাধ জগৎ নির্ভর এই কাহিনির ভিত্তি। স্পাইন চিলিং ডেডলি মিশনটা সবচেয়ে উপাদেয় জেমস হ্যাডলি চেজের ফিল দেয়। জ- ড্রপিং টানটান উত্তেজনায় ভরপুর জার্নিটা ওভারঅল খুব সিনেম্যাটিক। কাহিনির ফাঁকে ফাঁকে হিন্দু- মুসলিম- খ্রিস্টান সবাইকে কানেক্ট ক'রে সেন্টিমেন্টাল কিছু মোমেন্ট রেখেছেন লেখক, মূল গল্পে কোনো এক্সট্রা শেড অ্যাড না করলেও এনজয় করেছি বেশ।

Post a Comment

0 Comments