রোববার
১৭ই এপ্রিল ১৪২৯
গল্পতরু সংখ্যা
বরাবরের মতো বৈশাখী গল্প সংখ্যা ।
এক কম এক ডজন গল্প।
তবে আমার মতে সেরা অবশ্যই সুকান্ত গঙ্গোপাধ্যায় এবং ইন্দ্রনীল সান্যাল বাবু।
ইন্দ্রনীল বাবুকে কিছুটা এগিয়ে এইজন্য রাখব কারণ উনি ওর পরিচিত ছক - থ্রিলারের বাইরে এসে খেলেছেন এবং স্ট্রেট ব্যাটে খেলেছেন। যদিও গল্প খুব চেনা ছন্দের। কিন্তু ট্রিটমেন্ট বড় সুন্দর। বর্তমানে বড় বড় শহর গুলোতে বৃদ্ধাশ্রম যেভাবে বয়স্ক মানুষের শেষ বয়সের আশ্রয় হয়ে উঠছে তার একটা অন্য পিঠ দেখিয়েছেন লেখক যাতে একটা আলতো ম্যাজিক রোমান্টিকতার ফ্লেভার ছড়িয়ে আছে। যা আমাদের মনে ভায়োলিনের সুরের মত বাজিয়ে যায় একটা সূক্ষ্ম আশা- আহা এমন যদি হত. ....
সুকান্ত বাবু বরাবরই মফস্বলের গল্পের জাদুকর। মাটির গন্ধ ভরে থাকে তাঁর লেখায়।
এর পর রাখব অভিজিৎ তরফদার, তিলোত্তমা মজুমদার ও অনিতা অগ্নিহোত্রীর গল্প।
কিন্তু বাকি গল্প কটা মাথার ওপর দিয়ে গেল। অত বোধ এবং মেধা আমার নেই হয়তো।
সম্পাদকীয় তে চোখ আটকে গেল একটা শব্দে। "কলাকার" রা লিখেছেন এ সংখ্যায়। যদ্যপি বহুল প্রচলিত শব্দ এটা আজকাল। কিন্তু তার পরের লাইনেই সম্পাদক ভাষার মর্যাদা রক্ষা ইত্যাদি ইত্যাদি ভারী প্রসঙ্গ তুলেছেন কিনা! তাই কানে লাগল।
রিভিউটি লিখেছেনঃ উত্তরণ
0 Comments
আপনার মতামত লিখুন।