রেলরঙ্গ by বিভূতিভূষণ মুখোপাধ্যায়

রেলরঙ্গ by বিভূতিভূষণ মুখোপাধ্যায়

বই: রেলরঙ্গ 
লেখক: বিভূতিভূষণ মুখোপাধ্যায় 
প্রকাশনা: জ্ঞানভারতী 

রেলভ্রমণকালীন ঘটে যাওয়া লেখকের কিছু ঘটনার অভিজ্ঞতার ফসল এই গল্প সংকলন। কিছু ঘটনা হাস্যরসের উদ্রেক ঘটায়, দুর্ঘটনায় কবলিত ট্রেনের যাত্রীদের একটি ঘটনাও রয়েছে, কিছু ঘটনা পরাধীন ভারতবর্ষের চিত্রও তুলে ধরে। বিভিন্ন জাতি, ধর্ম, সম্প্রদায়ের মানুষ সম্পর্কে কিছু ধারণাও তৈরি হয় যাত্রাকালীন। এক স্থান থেকে অন্য স্থানে যেতে যেতে ট্রেনে ঘটে যাওয়া নানা ঘটনার সেই অভিজ্ঞতার কথা লেখকের কলমের আঁচড়ে আমাদের মনে উপস্থাপিত হয়। বইটি পড়লে ভ্রমণ পিপাসুদের একদিকে যেমন বই পড়ার আনন্দ পাবেন, অন্য দিকে তেমনি নানা বর্ণনায় প্রকৃতি ও নানা ভ্রমণ অভিজ্ঞতার সঞ্চার হবে।
রেটিং: ৮/১০

রেলরঙ্গ
বিভূতিভূষণ মুখোপাধ্যায় 
দূরপাল্লার রেলে ভ্রমণকালে লেখককে যে সমস্ত বিচিত্র সব ঘটনার সন্মুখীন হতে হয়েছিল মূলতঃ তারই সংকলন এই বইটি। শেষ গল্পটি বাদে বাকি প্রতিটি গল্পেই লেখক যাত্রী রূপে নিজেও উপস্থিত। ঘটনা গুলি সবই প্রাক স্বাধীন ভারতবর্ষের বাংলা বিহার রেলপথে যাত্রাকালের ঘটনা। কয়েকটা ঘটনা বেশ চিত্তাকর্ষক। রম্যরচনার আবহে রচিত বিবরণ গুলি পড়তে ভালোই লাগে এবং সেই সময়কার অখন্ড ভারতের একটা চিত্র ফুটে ওঠে পাঠকের মনে। লাহোর থেকে আসা ট্রেনের পেশোয়ারী কাবুলিওয়ালা, বিহারে কর্মরত বাঙালি যুবকদলের ছুটিতে বাড়ি ফেরা, কাজে ফাঁকি দিয়ে মাতাল রেলকর্মীদের কালীপুজোয় যোগ দিতে যাওয়া যার মধ্যে আবার একজন দেহাতি খ্রিস্টান আর আরেকজন মুসলমান, প্রাচীন সংস্কার মানতে না চাওয়া সদ্য বিবাহিত মৈথিল দম্পতি, কলকাতার বরযাত্রী দলের হুজ্জতি, কুইট ইন্ডিয়া আন্দোলনের কট্টর বিরোধী ব্রিটিশ তরুণীর মন পরিবর্তন, ঢাক ঢোল, বাঁশি, শিঙা, নিয়ে দুই রাজপুত বরযাত্রী দলের প্রতিযোগিতা এই সবের মধ্যে দিয়ে সুন্দর ভাবে ফুটে উঠেছে সেই সময়কার ভারতবর্ষের ছবিটি।

আর শেষ গল্পটি দেশভাগের সময়কার ঘটনা। পূর্ব বাংলায় কর্মরত এক রেলকর্মী দেশ স্বাধীন হওয়ার সময় সিদ্ধান্ত নেন এপার বাংলায় চলে আসার। নিজের বাড়ি ঘর ছেড়ে সপরিবারে ভারতে এসে স্টেশনের ওয়েটিং রুমে থাকতে বাধ্য হন তিনি। তারপর রেল কোম্পানির ব্যবস্থায় ঠাই হয় মালগারির চলমান বগিতে। এরকম আরো প্রায় শখানেক বগিতে দেশছাড়া মানুষদের সংসার। প্রায় প্রতিদিনই একটি-দুটি করে বগি বদলির কারণে বা নতুন কোয়ার্টার পাওয়ার জন্যে অন্যত্র চলে যাচ্ছে আবার সেই জায়গায় নতুন বগি তে মানুষজন আসছে। এই সব নিয়েই এই সুন্দর গল্পটি যার শেষটিতে পূর্ববঙ্গের মুসলমান প্রতিবেশীদের সাথে হিন্দু পরিবারগুলির সম্প্রীতির সুন্দর চিত্র ফুটে উঠেছে।

রিভিউটি লিখেছেনঃ Sunibesh Mandal

Post a Comment

0 Comments