পিনবল - এম. জে. বাবু

পিনবল - এম. জে. বাবু

বইঃ- পিনবল ( নিউ এডিশন) 
লেখকঃ- এম. জে. বাবু 
ধরনঃ- হরর / থ্রিলার
প্রকাশনীঃ- গ্রন্থ রাজ্য
পেইজঃ- ১৯৭
প্রথম প্রকাশঃ- ২০২১
মলাট মূল্যঃ- ৪০০

 ~ পড়ে ফেললাম এম জে বাবুর হরর + থ্রিলারের কম্বিনেশনে তৈরি বই পিনবল। এখন আমাকে যদি বলা হয় কেমন ছিল পিনবল? আমি বলব, অনেক ভালো। বইটায় আপনি অনেক কিছু জানতে পারবেন। 

                           - গ্রিক মিথলজি 
                           - ইলুমিনাতি ( গুপ্ত সংঘ) 
                           - হরর
                           - থ্রিলার 

এখন আসি কেন বইটাকে চার ভাগে ভাগ করলাম। আপনি যখন কোনো বই পড়বেন,আর থ্রিলারের সাথে গ্রিক মিথলজি সম্পর্কেও জানতে পারেন ব্যাপারটা তখন আমার মতে ভালো। বর্তমানে এক অভিশপ্ত জগতের নাম হলো ইলুমিনাতি। যারা দাজ্জাল বা শয়তানের উপাসক। পিনবল বইটার এই দিকটা আমার খুব ভালো লেগেছে। যেমন, কেউ বইটা পড়ার পরে ইলুমিনাতি সম্পর্কে জানার ইচ্ছে হবে। যেমনটা, মিথলজি সম্পর্কে জানার আগ্রহ আমার হয়েছে। 
লেখক বইটা লিখতে গিয়ে বেশ খাটুনি খেটেছে। এত তথ্য দিয়ে লেখাটাও বেশ কঠিন। আরেকটা দিক হলো, উনি বইটা লিখেছেন বিদেশি প্রেক্ষাপটে। 

- হালকা স্পয়লারঃ-

ছোট্ট মফস্বল শহর উইন্ডেনে ঘটে যায় ভয়াবহ হত্যাকাণ্ড।হত্যা করা হয় সাতজন মানুষকে। খুনি খুন কারার পরে ভিক্টিমের মাথায় গেঁথে দিচ্ছে পিনবল। ছিন্নভিন্ন লাশ দেখে ভয়ে শংকিত উইন্ডেনের পুলিশ ডিপার্টমেন্ট। কেসটা গিয়ে পড়ল ডিটেকটিভ উইল টুরুকের উপর। একে একে সামনে আসতে থাকে আসল সত্য। আসলেই কি যা ঘটেছে তা সত্য? নাকি এ সত্যর পিছনে আছে অন্য কোনো মিথ্যা? তাহলে খুন গুলো করছে কে? আর 666 কি? জানতে হলে ডুব দিতে পিনবলে। আর হ্যা, আপনার পিছনে কেউ পিনবল নিয়ে দাড়িয়ে নেইতো? আপনাকে স্বাগত পিনবলের রহস্যের সন্ধানে।

Post a Comment

0 Comments