অর্কিড রহস্য - সৈকত মুখোপাধ্যায় Orchid Rohosyo by Saikat Mukhopadhyay

অর্কিড রহস্য - সৈকত মুখোপাধ্যায় Orchid Rohosyo by Saikat Mukhopadhyay

অর্কিড রহস্য 
সৈকত মুখোপাধ্যায় 
পত্রভারতী 

এই লেখার প্রারম্ভিক অংশটা ব্যয় হয়েছে বুধোদা ও রুবিকের সঙ্গে আমাদের পরিচয় করাতে। আর তারপরেই আমরা জড়িয়ে পড়েছি কালো অর্কিডের সন্ধানে এক দারুণ অভিযানে।
সারা পৃথিবীর অর্কিড-সংগ্রাহকদের তীব্র অনুসন্ধিৎসা ‛কালো অর্কিড’ নিয়ে। আদৌ কি এইরকম কোনো অর্কিড পৃথিবীতে আছে, নাকি এটি কেবলই একটি মিথ? লন্ডন থেকে বুধোদার সাথে দেখা করতে আসা গ‍্যাবি টিলম‍্যান দাবি করেন যে তার প্রপিতামহের বাবা রবার্ট টিলম‍্যান খুঁজে পেয়েছিলেন ঐ দূষ্পাপ‍্য ‛কালো অর্কিড’... তাও আবার এই ভারতবর্ষেই। কিন্তু সেই অর্কিড নিয়ে ইংল্যান্ডে ফিরতে পারেননি তিনি, ইংল্যান্ডের মাটিতে যখন পা রাখলেন তখন তিনি পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়েছেন। ঠিক কি হয়েছিল ফেরার পথে? সত্যিই কি তিনি অর্কিড খুঁজে পেয়েছিলেন? রবার্ট টিলম‍্যানের যে লুকোনো ডায়েরি থেকে গ‍্যাবি এতকিছু জেনেছিলেন... তার শেষ কয়েকটি পৃষ্ঠাই বা গেল কোথায়?

এই সব প্রশ্নের উত্তর আছে এই নভেলাটিতে... অবিশ্বাস্য মোচড়ে গল্প শেষ করে দারুণ রোমাঞ্চ সৃষ্টি করেছেন লেখক। হতে পারে বইটির টার্গেট ছিল কিশোর-কিশোরীরা, কিন্তু আমার ব‍্যক্তিগত মত - এই বই সব বয়সের পাঠকদের জন্য সমান প্রযোজ্য... আর এটাই এই লেখকের কলমের মুন্সীয়ানা।

রিভিউটি লিখেছেনঃ আকাশ

Post a Comment

0 Comments