নয়টি রক্তাক্ত রবিবার by সায়ক আমান Noiti Roktatyo Robibar by Sayak Aman

নয়টি রক্তাক্ত রবিবার by সায়ক আমান Noiti Roktatyo Robibar by Sayak Aman

বই:- নয়টি রক্তাক্ত রবিবার
লেখক:- সায়ক আমান
ধরণ:- অলৌকিক গল্প সংকলন
প্রকাশনা:- বিভা পাবলিকেশন
মূল্য:- ২২২ টাকা


"বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স..." এই সানডে সাসপেন্সে প্রকাশিত সায়ক আমানের আটটি গল্প ও একটি নভেলা নিয়ে এই সংকলন "নয়টি রক্তাক্ত রবিবার"।
আটটি গল্প যথাক্রমে―
১. রাত তিনটের পর
২. উইন্ডচাইম
৩. রাইম
৪. কুয়ো
৫. পঁচিশ বছর পরে
৬. কাঠের ঘোড়া
৭. শিশুরা অকারনেই কাঁদে
৮. সুর
এবং রয়েছে একটি  অসাধারণ নভেলা " মায়াবৃক্ষ "
হরর, থ্রিলার, ফ্যান্টাসি, অলৌকিকতার মিশেলে তৈরী প্রতিটা গল্প, আর গল্পের শেষের "সায়ক আমানিয়ান" ম্যাজিক...এককথায় দুর্দান্ত। অসম্ভব সুন্দর একটি বই পড়লাম। 
আমি বইটিকে ৯/১০ রেটিং দেব।

Post a Comment

0 Comments