নির্বাচিত ৪২
দেবারতি মুখোপাধ্যায়
প্রথমেই বলি লেখিকার লেখার আমি গুনমুগ্ধ ভক্ত, উনার লেখা রুদ্র প্রিয়ম সিরিজ, অন্যান্য সাহিত্য পত্রিকায় প্রকাশিত গল্প আমার ভালো লেগেছে, তাই "নির্বাচিত ৪২" বইটি পড়ার খুব ইচ্ছা ছিল। এই বইয়ের আমার প্রত্যেকটা গল্প পড়েই খুব ভালো লেগেছে। লেখিকা প্রত্যেকটা গল্পে সমাজ কে অনেক বার্তা দিয়েছেন মজার ছলে বা কখনো রূঢ় সত্যিটা সামনে এনে, এবং সমাজের অনেক ঘটনা উনার লেখার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন যেগুলো বাস্তবের সাথে মিলে মিশে একাকার হয়ে যায়, আমাদের জীবনের চলার পথে যেটা পাথেয় হয়ে থাকবে।
সর্বশেষে বলি যারা দীর্ঘ দৈর্ঘ্যের গল্প পড়তে পছন্দ করেন না, তারা স্বল্প দৈর্ঘ্যের গল্পের এই সংকলন পড়তে পারেন, ভালো লাগবে। 🙏
রিভিউটি লিখেছেনঃ বিয়াস
0 Comments
আপনার মতামত লিখুন।