নীরব ঘাতক - বিনতা রায়চৌধুরী
এটাও একটা গোয়েন্দা উপন্যাস। এক ভদ্রলোক নিজের ঘরে শুয়ে মারা যান, ওনার পরিবারের সদস্যরা স্বাভাবিক মৃত্যু ভেবে ডেড বডি পুড়িয়ে সমস্ত পরলৌকিক কাজ মিটিয়ে ফেলেন। কিন্তু ভদ্রলোকের খুব কাছের এক বন্ধুর সন্দেহ হয় এটা স্বাভাবিক মৃত্যু না, তিনি এক গোয়েন্দা নিয়োগ করেন এবং সেই গোয়েন্দা আসল হত্যাকারীকে খুঁজে বার করে।
এর আগে লেখিকার সামাজিক গল্প পড়েছি, কিন্তু ওনার গোয়েন্দা চরিত্র আছে জানতাম না। এই উপন্যাসের প্লট মোটামুটি আগেরটা থেকে ভালো। ঘটনাগুলো সাজিয়েছেন ভালোভাবে এবং বাকি সব গোয়েন্দা কাহিনীর মতোই একদম শেষে খুনিকে সনাক্ত করেছেন।
এখানে একটা বর্ণনা আছে, গোয়েন্দা ভদ্রলোক তদন্তের প্রয়োজনে ব্যাগে করে একটা উনুন ভরে নিয়ে যাচ্ছেন - এই ব্যাপারটা একটু অদ্ভুত লেগেছে!
রেটিং: 3/5
রিভিউটি লিখেছেনঃ
0 Comments
আপনার মতামত লিখুন।