নীলকণ্ঠ পাখির খোঁজে - অতীন বন্দ্যোপাধ্যায় Nilkantha Pakhir Khoje by Atin Bandyopadhyay

নীলকণ্ঠ পাখির খোঁজে - অতীন বন্দ্যোপাধ্যায় Nilkantha Pakhir Khoje by Atin Bandyopadhyay

নীলকণ্ঠ পাখির খোঁজে 
অতীন বন্দ্যোপাধ্যায় 
প্রকাশক : সম্ভবত করুণা প্রকাশনী (লাইব্রেরি থেকে নিয়ে পড়া বলে মনে নেই।) 
রেটিং : এই উপন্যাস রেটিং এর বাইরে। 


'নীলকণ্ঠ পাখির খোঁজে' প্রথম পড়ি ক্লাস এইটে। তখন আমাদের ওখানে দূর্গাপূজোয় ষষ্ঠী থেকে নবমী বিভিন্ন পূজো প্যান্ডেলে চলতো আবৃত্তি, গান আর নাচের প্রতিযোগিতা। ঠিক মনে নেই কোন পূজো প্যান্ডেলে, তবে বইটা সেবার দ্বিতীয় পুরষ্কার হিসেবে পেয়েছিলাম। 

'অলৌকিক জলযান' যখন প্রথম পড়ি তখন এইচ এস দিয়ে দিয়েছি। রেজাল্ট বেরোয়নি। তখন জানতাম না যে দুটো বইয়ের মধ্যে কোনও সম্পর্ক আছে। 'সোনা' আর 'ছোটবাবু'-র মধ্যে যে কোনও সম্পর্ক আছে তা তখন ধরতে পারিনি। ঠিক তার পরে পরেই এক দিদির কাছে জেনে ছিলাম যে 'ঈশ্বরের বাগান' হচ্ছে এই ট্রিলজির শেষ বই। 'সোনা' আর 'ছোটবাবু' এখানে 'অতীশ দীপঙ্কর'। সেটাও জোগাড় হল। পড়া হয়ে গেল। ঠিক করেছিলাম এরপর তিনটে বই একবার পরপর পড়তে হবে। তা অনেক দিন পেরিয়ে গেল। এরপর চাকরি সূত্রে প্রবাসে এস পেলাম একটা দূর্দান্ত লাইব্রেরি। তা সেও বছর কুড়ির আগের কথা। সেখানে তিনটে বই দেখেই শুরু করে দিলাম। এবার এই দ্বিতীয় পড়া ছিল ধারাবাহিক। একটার পর একটা।

 'নীলকণ্ঠ পাখির খোঁজে', 'অলৌকিক জলযান' আর 'ঈশ্বরের বাগান' যেন প্রায় একই ধরনের রেশ থেকে লেখা। জীবনের প্রত্যক্ষ এবং পরোক্ষ অভিজ্ঞতা না থাকলে এই সব উপন্যাসের সৃষ্টি হয় না। সোনা থেকে ছোটবাবু হয়ে অতীশের মধ্যে শুধু একটা গোটা জীবন নয়, একটা সংস্কৃতি, একটা দর্শন পাঠকের জন্য খুলে ধরা হয়েছে। দেশ ভাগ, তারপর একদা নিজেরই দেশের মাটিতে উদ্বাস্তু হয়ে একখণ্ড জমি অন্বেষণে কাটিয়ে দেওয়া একটা জীবন। পরবর্তী প্রজন্মের মধ্যে সেই বেদনা, অশ্রু আর আগুন ছড়িয়ে যাওয়া। জীবনের আর এক নাম যে সংগ্রাম সেটা ট্রিলজির প্রত্যেকটা পর্বে পর্বে ছড়িয়ে পড়েছে। এইভাবে জীবনের অজস্র বিচিত্র বাস্তব, রহস্যময়তা - নিয়ে ট্রিলজির উপন্যাস গুলো উদ্ভাসিত হয়ে আছে। 

ঠিক করেছি আর কয়েক বছর পরেই যখন অবসর নেব, নেওয়ার পর আবার একবার পড়ব। এবার পড়ব তারিয়ে তারিয়ে একনাগাড়ে। 

এই সময়ে এসে কয়েক দিন আগে জানতে পারলাম এই ট্রিলজি ঠিক ট্রিলজি নয়। বরং বলা যায় চার-চারটে উপন্যাসের একটা সিরিজ। 

চার নম্বর কোনটা? আসলে আমার তখনও পর্যন্ত না পড়া বইটাই সেই চার নম্বর। তারচেয়ে বড় কথা, সেটা আসলে দু নম্বর। 

'নীলকণ্ঠ পাখির খোঁজে'-র পরে 'মানুষের ঘরবাড়ি' নামে আরেকটা উপন্যাস আছে। লেখকের কথা অনুযায়ী এটা পরে লেখা হলেও এটাই আসলে সিরিজের দ্বিতীয়। নীলকণ্ঠ পাখির খোঁজে' বেরিয়ে পড়া সোনা এই পর্বে বিল্ব হয়ে আছে। এই বইতে সোনা বিল্ব হয়ে তার বাবার সেই স্বপ্নের ঘরবাড়ি বানানোর মহাকাব্য সুলভ জীবন বোধের কথা লিখে রেখেছে।

এই সিরিজের (আমি এটাকে দেশভাগ নিয়ে লেখা সেরা বইগুলোর মধ্যে সেরার সেরা বলে মনে করি) প্রথম উপন্যাস ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’ এক আশ্চর্য উপন্যাস। পাঠের শেষে পাঠক অস্পষ্ট হলেও টের পাবেন এই উপন্যাস যেন প্রায় এক মহাকাব্য। বহুকথিত শাশ্বত জীবনবোধের আভাস এর প্রতি ছত্রে ছড়িয়ে আছে। মানবজমিনের অসংখ্য চরিত্র আর তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে গড়ে উঠেছে চিরন্তন মানবজীবনের এক বিশ্বস্ত দলিল। দেশভাগ, তারই ফলশ্রুতিতে এক একান্নবর্তী পরিবারের দেশত্যাগ, তারপর তাদের উদ্বাস্তু জীবনের কাহিনী। যেমন আছে গ্রাম বাংলার প্রকৃতির অনুপুঙ্খিক বর্ণনা, তেমনি আছে মানুষ। সব রকমের মানুষ। ভালো এবং খারাপ। সৎ এবং লোভী। প্রেমিক এবং কামুক। লেখকের কলমে ফুটে উঠেছে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক,  প্রকৃতির সঙ্গে তাঁর কথোপকথন, সমাজ এবং মানুষের ক্রিয়া-প্রতিক্রিয়া। সেই সমাজ মন্থনে কখনও উঠে এসেছে গরল তো কখনও অমৃত। লেখক মহাকাব্যিক দার্ঢ্যে ফুটিয়ে তুলেছেন ছবির পর ছবি। পাঠক শুধু পড়ছেন না। দুচোখ মেলে দেখে যাচ্ছেন সেই ছবি।

উপন্যাসে মাঝে মাঝেই নীলকণ্ঠ পাখির কথা উঠে এসেছে। নীলকণ্ঠ পাখি এখানে এই উপন্যাসের একটা মোটিফ। এই পাখি এখানে মানুষের সেই চিরকালের না-পাওয়া অধরা স্বপ্নের আর্তি। সৃষ্টির অনির্বচনীয় যে অধরা মাধুরীর জন্য স্রষ্টার অন্তর হাহাকার করে বেড়ায়, চিরকালের যে প্রেমিক তার স্বপ্নের নারীকে খুঁজে বেড়ায়, সেই জীবন আর মরণের দুস্তর পারাবারের মধ্যে দিয়ে যেন উড়ে যায় সেই নীল কন্ঠী পাখি। নীল রং এখানে এই উপন্যাসে যেন বেদনার উজ্জ্বল উপস্থিতি। "ওর মনে হল জলে যে পাখিটা বসে আছে, সেটাই ঠাকুরদার আত্মা। ওটাই ওর কামনাবাসনার ঘর। পাগল মানুষ দেখলে বলতেন, ওটাই হচ্ছে নীলকণ্ঠ পাখি। সারাজীবন ঘুরিয়ে মারে।” 

উপন্যাসের যেখানে ঠাকুরদা মারা যাচ্ছেন সেখানে নীলকণ্ঠ পাখি সম্পর্কে লেখকের বলা এই কয়েকটি ছত্রই যেন এই উপন্যাসের প্রধান সূত্র।

রিভিউটি লিখেছেনঃ Rudra

Post a Comment

0 Comments