বই: মহাসাগরে ছোট্ট ভেলায় ৭৬ দিন
লেখক: স্টিভেন কালাহান
অনুবাদ: শেখর বসু
প্রকাশনা: পুনশ্চ পাবলিকেশন
নাম শুনেই মোটামুটি ধারণা করা যায় প্রকৃতির সাথে বেঁচে থাকার লড়াইয়ের অভিজ্ঞতার এ এক অসামান্য দলিল। স্টিভেন কালাহান স্পেন থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দিকে যাত্রার সময় সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে হারান তাঁর একান্ত প্রিয় নেপোলিয়ন সোলো বোট-কে, রবারের ভেলাতে কোনোরকমে কিছু সামগ্ৰী নিয়ে উঠে নিজেকে রক্ষা করেন। কখনো বৃষ্টির জল বা পরিশ্রুত জল পান করে, মাছ শিকার করে, ঝড়-ঝাপটা সামলে স্রোতের টানে এগিয়ে চলেন। মাঝে মাঝে জাহাজের দেখা পেলেও নাবিকদের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হন। ধুঁকতে ধুঁকতে অবশেষে ৭৬ দিনের মাথায় স্থলভূমির কাছে পৌঁছে মানুষের দেখা পান, আটলান্টিক মহাসাগরে বেঁচে থাকার লড়াইতে জয়ী হন, পরিবারের সাথে যোগাযোগ করেন এবং সুস্থ হয়ে ওঠেন।
রেটিং: ৯/১০
তমাল ঘোষ এর আরো একটি রিভিউঃ
বই - Adrift: Seventy-six Days Lost at Sea
লেখক - Steven Callahan
এই বইটির নাম (মহাসাগরে ছোট্ট ভেলায় ৭৬ দিন) এবং বিষয়বস্তু কয়েকদিন আগে দেওয়া এই গ্রুপের এক রিভিউ থেকে আমি জেনেছি। আমি এইধরনের কিছু Survival related বই পড়েছি। তবে এই বইটা তাদের মধ্যে অন্যতম।
এটি একটি Survival Story যেটা সত্য ঘটনা অবলম্বনে। স্টিভেন কালাহান তার সঙ্গী ক্রিসের সাথে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছিলেন তার বানানো নৌকায় চড়ে যার নাম দিয়েছিলেন "NAPOLEON SOLO". কিন্তু দুর্ঘটনা ঘটে আবার ফিরে আসার পথে। ওইসময় আবার তার সঙ্গীও সাথে ছিলো না। অর্থাৎ আটলান্টিক মহাসাগরের বুকে কলাহানের সঙ্গী হিসাবে রয়েছে তার বানানো 'নাপোলেয়ন সোলো"।। কিন্তু সেই সঙ্গীটিও হাতছাড়া হয়ে যায়। তখন একমাত্র সাথী হয় একটি রবারের ভেলা। যেটার নাম দিয়েছিলেন "Ducky"।।
এই ডাকিতে চড়েই ৭৬টা দিন কাটিয়েছেন তিনি। ওই মুহূর্তে বেচেঁ থাকার জন্য যে রসদ, সেটা তিনি প্রকৃতির মধ্যে থেকেই খুঁজে নিয়েছেন। কাঁচা মাছ ধরে খাওয়া, বৃষ্টির জল সঞ্চয় করে খাওয়া, শেষের দিকে দু একটা পাখি শিকার করে তার মাংস খাওয়া সব কিছুই তিনি বেচেঁ থাকার জন্য করেছেন। এমনকি পেন্সিল দিয়ে "Pencil Sextant" বানিয়েছেন দিক নির্ণয়ের জন্য।
অবশেষে ৯টির মতন জাহাজ চোখের সামনে দিয়ে চলে গেলেও নিজের ভাগ্য ও মনের জোড়ে ৭৬তম দিনে তিনি ডাঙায় পা দেন। এই বইটা পড়ে একটা জিনিস উপলদ্ধি করা যায় যে, আমাদের বাসস্থান, খাবার, বন্ধুবান্ধব, পরিবার সবকিছু থাকার পরেও কোনো এক তুচ্ছ জিনিস না পাওয়ার জন্য আমরা কষ্ট পাই। সেখানে একটি মানুষ কিভাবে 76 টা দিন কাটিয়ে দিলো।
সব শেষে বলি, আমি যেহেতু ইংলিশ বইটা পড়েছি, সেখানে বেশ সুন্দর করে সব কালাহানের নিজের হাতে আঁকা অনেক ছবি আছে, যে কারনে পড়তে সুবিধা হয়েছে। যেমন "Sextant" যন্ত্রটা কিভাবে কাজ করে, সেটা সুন্দর করে এঁকে দেখিয়েছেন। তবে এই সুবিধাটা বাংলা অনুবাদ বইটাতে নেই দেখলাম। আপনারা চাইলে ইংলিশ বইটাও পড়ে দেখতে পারেন।
Sudipta Dhar আরো একটি রিভিউঃ
বই - মহাসাগরে ছোট্ট ভেলায় ৭৬ দিন
লেখক - স্টিভেন কালাহান
এখনও পর্যন্ত যত বই আমি পড়েছি, তার মধ্যে সবথেকে প্রিয় বই বলতে সবার আগে এই বইয়ের নাম মনে আসে। এটি আসলে কোন গল্প নয়। প্রকৃতির কাছে একজন হার না মানা মানুষের বেঁচে থাকার লড়াইয়ের সত্যি ঘটনা।
লেখক নিজের হাতে তৈরি নৌকা 'নাপোলেয় সোলো' তে সওয়ার হয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন। তাতে সফলতার পর তিনি একইভাবে ফেরার জন্য পুনরায় যাত্রা শুরু করেন। কিন্তু এবারে ভাগ্যদেবী বিরূপ ছিলেন। যাত্রা শুরুর কয়েক দিনের মধ্যেই এক মারাত্মক ঝড়ের রাতে ডুবে যায় তাঁর নৌকা 'সোলো'। ডুবে যাওয়ার আগের মুহূর্তে তিনি ওঠেন নৌকায় রাখা রবারের ভেলায়, সাথে নিতে পারেন যৎসামান্য খাবার ও জল। আর ছিল একটা ইমার্জেন্সি ব্যাগ, যাতে ছিল একটা মাছ ধরার বর্শা-বন্দুক ও আরও কিছু অতি প্রয়োজনীয় কিছু জিনিস।
এই ভেলায় তিনি কাটিয়ে দেন ৭৬ দিন। প্রতিদিন হয়ত খুব বেশি হলে ২৫০ মিলিলিটার জল খেয়েছেন, সাথে কাঁচা মাছ। কখনও তাও জোটেনি। বারংবার ফিরে এসেছেন নিশ্চিত মৃত্যুর মুখ থেকে। তবু আশা ছাড়েননি বেঁচে থাকার। অবশেষে দীর্ঘ ৭৬ দিন পরে উদ্ধার পেয়েছেন সেই 'তরল মরুভূমি'র থেকে।
আমার ব্যক্তিগত মতামত, জীবনের চরম প্রতিকূল পরিস্থিতিতেও হার না মেনে বেঁচে থাকার লড়াই কি ভাবে করতে হয় তা জানার জন্য এই বইটি সকলেরই পড়া উচিৎ।
0 Comments
আপনার মতামত লিখুন।