মিত্তির বাড়ির গুপ্তধন - অভীক সরকার Mittir Barir Guptodhon by Avik Sarkar

মিত্তির বাড়ির গুপ্তধন - অভীক সরকার Mittir Barir Guptodhon by Avik Sarkar

মিত্তির বাড়ির গুপ্তধন: অভীক সরকার 


শিবলিঙ্গে লাগানো সোনার ত্রিপুণ্ডক চুরি গেল। তার ফলে মন্দিরে পুজো বন্ধ হল। কেটে গেল একশো ত্রিশ বছর। তারপর ঘুঘুডাঙায় এল বেশ কিছু রহস্যময় চরিত্র। ঘটে গেল ক'টি মৃত্যু। মিত্তির বাড়িকে ঘিরে আবার রহস্য ঘনিয়ে উঠল।
কেন?
এর সঙ্গে কী সম্পর্ক আছে বহু-বহু আগে ঘটে যাওয়া সেই চুরির?
 'অদ্ভুতুড়ে' সিরিজের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য হিসেবেই লেখা হয়েছে এই উপন্যাস। কিশোরপাঠ্য বলেই এতে হাসি, ভূত, রহস্য— সবই মেশানো হয়েছে। তবে সেই সিরিজ তো বটেই, লেখকের অন্যান্য লেখার সঙ্গেও এটি ঠিক তুলনীয় নয়। এবং ইনকুইজিশন, খোঁড়া ভৈরবীর মাঠ, কালিয়া মাসান পড়লে আপনাকে একটু হতাশ হয়তো হতে হবে ।
তবে একবার পড়ার পক্ষে ভালো।
ধন্যবাদ।


বইয়ের নাম: মিত্তিরবাড়ির গুপ্তধন
লেখক: অভীক সরকার 

বইয়ের ভূমিকাতে লেখক প্রথমেই জানিয়েছেন যে, আমরা যারা ৮০র দশকের মানুষ যে সমস্ত লেখকের লেখা পড়ে বড় হয়েছি এবং পরে বুঝেছি যে সেগুলির জন্য আমাদের ছোটবেলাটা কত রঙিন ছিল, তাঁদের লেখার ছায়া সম্পূর্ণ সচেতন ভাবেই এই লেখার মধ্যে তিনি রেখেছেন। এই বিষয়ে তিনি পুরোপুরি সফল। লেখকের নাম না দেখে বইটি যদি পড়া হয়, তাহলে অবশ্যই মনে হবে শীর্ষেন্দু  মুখোপাধ্যায় এর অদ্ভুতুড়ে সিরিজের কোন বই পড়ছি।
এই বইতে রহস্য আছে, গুপ্তধন উদ্ধারের উত্তেজনা আছে, দুস্টুলোক আছে, মজার দারোগা চরিত্র আছে, আর আছে উপকারী ভূত।
মিত্তিরবাড়ির বহু পুরোন শিব মন্দিরে শিবলিঙ্গের মাথা থেকে প্রায় দেড়শো বছর আগে চুরি হয়েছিল ৩টি সোনার পাত। জনশ্রুতি আছে যে, সেই সোনার পাতে আছে কিছু নকশা, যা থেকে পাওয়া যাবে এক বিরাট গুপ্তধনের সন্ধান। হঠাৎ করেই গ্রাম ছেড়ে যাওয়া পুরোন মানুষ গ্রামে ফিরে আসে, একজন খুনও হয়ে যায়। তারপরেই আগমন ঘটে কিছু রহস্যময় চরিত্রের। কিন্তু দেড়শো বছর আগে হারিয়ে যাওয়া মিত্তিরবাড়ির পারিবারিক সম্পদের সাথে তার কি সম্পর্ক? তাহলে কি সেগুলো উদ্ধার হবে? পাওয়া যাবে কি কোন গুপ্তধন? না কি পুরোটাই শুধু গুজব? এই সমস্ত জানতে গেলে পড়তে হবে এই বইটা।
বর্তমানের সর্বদা মানসিক চাপের মধ্যে থাকা দমবন্ধ করা পরিস্থিতিতে এই বইটা সামান্য একটু মুক্ত বাতাসের মতোই কাজ করবে বলে আমার ব্যক্তিগত ধারণা। তবে, এটাও বলা যায় যে, বারবার পড়ার মত বই এটি নয়, কিন্তু একবার পড়তে ভালোই লাগবে।

রিভিউটি লিখেছেনঃ Sudipta Dhar

Post a Comment

0 Comments