ম্যান ভার্সেস বী সিজন ওয়ান ওয়েব সিরিজ Man VS Bee Webseries

ম্যান ভার্সেস বী সিজন ওয়ান ওয়েব সিরিজ Man VS Bee Webseries

Man vs Bee Season 1

প্রথমেই বলে রাখি মিস্টার বিন যারা দেখতেন ছোটবেলায় বড় হয়েও দেখেছেন তারা রওয়ান আকিনসন্  কে খুব ভালোমতোই চেনেন। জনি ইংলিশ প্রথম ও দ্বিতীয় ভাগ বের করার পর ওনার আর কোন সিরিজ বা সিনেমা আসেনি। যখনই নেটফ্লিক্সে সিরিজ বেরোনো ঘোষণা হয় তখন থেকেই আগ্রহী ছিলাম। যদি আপনারা আবার ছোটবেলায় ফিরে যেতে চান তবে সিরিজটি দেখবেন। সিরিজ টি একজন পিতা ও একটি পুরুষ মৌমাছির গল্প। গল্পের ছলে দুজনকে একই পরিস্থিতির শিকার হিসেবে দেখানো হয়েছে। আকিনসনের মজার মজার কান্ড কারখানা মৌমাছি টিকে মারার বুদ্ধিদীপ্ত (?) পরিকল্পনা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আনন্দ দেবে।

রিভিউটি লিখেছেনঃ Abhishek

Post a Comment

0 Comments