লিপি রহস্য : নির্বেদ রায় Lipi Rahasya by Nirbed Roy

লিপি রহস্য : নির্বেদ রায় Lipi Rahasya by Nirbed Roy

বই : লিপি রহস্য 
লেখক : নির্বেদ রায় 


বই পড়তে ভালোবাসি। কিন্তু সমালোচনা বা আলোচনা করার মতো জ্ঞান আছে a কে জানে! এদিকে বিধি বাম!! শিয়রে সমন!!!
যাই হোক বেশ কিছু ভারী ভারী হুকুম (অবশ্যই গৃহ মন্ত্রক থেকে) তামিল করবার পর দু এক সারি লেখার বৃথাই প্রচেষ্টা...

গোয়েন্দা গল্প আর এডভেঞ্চার গল্পের মধ্যে বোধ হয় সুক্ষ একটা পার্থক্য আছে... আর্য ভট্টশালী আমার কাছে নতুন চরিত্র। গোয়েন্দা গল্পের টানটান উত্তেজনা র বড়োই অভাব।মোট চারটি গল্প আছে বইটাতে। পড়া যেতে পারে যদি কেউ গোয়েন্দা গল্প আপনার কাছে শুনতে চায় তো। সহজেই মনে রাখতে পারবেন। তবে রসায়ন এর অনেকগুলো গভীর বিষয় ও নাম আছে। যা গল্পের গতি আরও ধীর করে দিয়েছে।রহস্য র সমাধান গল্পের প্রথমেই হয়ে যায় অর্থাৎ গোয়েন্দা র লক্ষ্য কে তা সবাই জানতে পারে শুধু তাকে কিভাবে ধরা যাবে এটাই গোয়েন্দা র কাজ। অনেক সময় থাকলে পড়ে দেখা যেতে পারে।

বিঃ দ্রঃ - এই লেখকের পদচিহ্ন মুছে যায় বই টা পড়ে এটা পড়ার জন্য মনে আগ্রহ জন্মালে হতাশ হবেন।

Post a Comment

0 Comments