বইএর নাম- লা নুই বেঙ্গলী
লেখক - মির্চা এলিয়াদ
প্রথম প্রকাশ - ১৯৩৪
গল্পের পটভূমি এক কলকাতা যখন বিনয় বাদল দীনেশের আন্দোলন চারিদিকে উত্তান সামাজিক নানা রকম স্বাধীনতার এবং তখন ইন্ডিয়ান ওমেন কনফারেন্সে গঠিত হয়েছে এরকম অবস্থায় এক ইউরোপীয় যুবক আলেন কলকাতায় এলো একটি চাকরি মারফত, চাকরি স্থানেই গো মৈত্রী আমাদের গল্পের নায়িকা তার বাবা ঐ ছেলেটির যাবতীয় গুনে পছন্দ করে তাকে তাদের ঘরে দত্তক সন্তান হিসেবে নেওয়ার জন্য আহ্বান জানায়, সে সাড়া দেয়। কিন্ত এসে সে সন্তান হিসেবে থাকতে পারলো না কারণ সে তার প্রেমে পড়ল । সে যে কি অকৃত্তিম ও বাঁধভাঙা প্রেম তার বর্ণনা আছে। কিন্তু সে প্রেমের সাথেই অবিশ্বাস, ঈর্শাও সমান ছিল , মৈত্রিকে আরো যারা তাকে ভালবাসতে চাই তাদের চিঠি সে পড়ে মনে মনে মৈত্রীর বিশ্বস্ততার প্রতি প্রশ্ন তুলতো। কিন্তু শেষে প্রাক্তন ভূমিকা ভোলার চেষ্টা করে এবং কিন্তু কিছুই হয় না আদৌ কিছু বলা হয় না এবং শেষে মৈত্রী বাড়ি থেকে চলে যায় এবং তাকে ফুলেলার সঙ্গে পালিয়ে গেছিল এরকম এরকম একটি কুৎসা রটে যায় এবং তাই এবং সে খুবই দুঃখ পেয়ে যায় এবং এখানে কাহিনী শেষ হয়ে যায়।
এ এক অসামান্য গ্রন্থ ।
0 Comments
আপনার মতামত লিখুন।