কেয়া পাতার নৌকো by প্রফুল্ল রায় Keyapatar Nouko by Prafullya Roy

কেয়া পাতার নৌকো by প্রফুল্ল রায় Keyapatar Nouko by Prafullya Roy

ব‌ই - কেয়া পাতার নৌকো 
লেখক - প্রফুল্ল রায় 


কেয়া পাতার নৌকা পড়ে এমন এক অদ্ভুত ভালোলাগার আবেশে আচ্ছন্ন হয়ে আছি যা ভাষায় প্রকাশ করতে পারছি না। বিনুর চোখ দিয়ে একদিকে যেমন দেখতে পাচ্ছি বাংলাদেশ এর অপরূপ সৌন্দর্য আর একদিকে দেখতে পাচ্ছি দেশভাগের ভয়াবহ যন্ত্রনা। এ উপন্যাস সত্যি‌ই রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো। কি অসামান্য লেখনী।
কিছু কিছু উপন্যাস বা গল্প থাকে যেগুলি পড়ার পর  শুধু চুপ করে বসে থাকতে হয়, ভাবতে হয়, দুঃখ গুলো মনের গভীরে অনুভব করতে হয়। 
পড়ার পর মনে হলো এটি মোটেও উপন্যাস নয়, দেশ ভাগের একটি দলিল। ওই পার থেকে আসা মানুষ'জনের আর্ত কাহিনী। 

Post a Comment

0 Comments