কাকাবাবুর প্রত্যাবর্তন মুভি ২০২২ Kakababur Protyaborton 2022

কাকাবাবুর প্রত্যাবর্তন মুভি ২০২২ Kakababur Protyaborton 2022

মুভিঃ কাকাবাবুর প্রত্যাবর্তন
বছরঃ ২০২২
দেশঃ ভারত
ভাষাঃ বাংলা
Cast: prasenjit chatterjee, aryan bhowmik, anirban chakraborty etc.
Genre: adventure drama

গল্প অনেকেরই পড়া আছে নতুন করে বলার নেই, তবে change অবশ্যই আছে, এখানে অমল চরিত্রটি কোনো যুবক নয় আর মঞ্জু নামে কোনো স্ত্রী নেই, সে মাঝবয়সী টাকমাথা মানুষ জটায়ুর মতো, আর সে কাকাবাবুদের সাথেই ঘুরতে বেরিয়ে যায়। তাতে অবশ্যই ভালো হয়, কিছু বাংলা সংলাপ বেশি থাকে, নাহলে বিদেশে বাংলা বলবে না কেউ, আর বাংলা সিনেমাতে বাংলা তো থাকতেই হবে। যাই হোক হুবুহু কপি নয়, নিজস্বতা আছে। শেষে একটা টুইস্ট আছে। অনির্বান চক্রবর্তী আর আরিয়ান ভৌমিক এর অভিনয় বেশ ভালো, আর যথারীতি প্রসেনজিৎ এমন মাপের অভিনেতা বলার কিছু নেই। সিনেমাটোগ্রাফি অসাধারণ ড্রোন নিয়ে ওরকম পরিবেশে ওতো জীবজন্তু নিয়ে। dialogues ও খুব ভালো, কাকাবাবুর মানানসই, monarchy, ইয়ার্কি, anarchy নিয়ে ডায়ালগটাও ভালো। তবে এই প্রথমবার সন্তুকে সন্তু লেগেছে, 😂 সবসময় চঞ্চল চরিত্র হয় যেটা আসল গল্পে নয়, এবার ঠিক আছে। আমার প্রথমের কথাটাও ভালো লেগেছে যেখানে লেখা সৃজিদ্দার মেয়ে আইরা আর অন্যান্যদের জন্য যারা চাঁদের পাহাড় ও lion king দেখে। এটা খুব ভালো লেগেছে আমার। ☺️গানগুলোও ভালো।

রিভিউটি লিখেছেনঃ নন্দিনী বিশ্বাস

Post a Comment

0 Comments