হলুদ বসন্ত - বুদ্ধদেব গুহ Holud Bosonto by Buddhadeb Guha

হলুদ বসন্ত - বুদ্ধদেব গুহ Holud Bosonto by Buddhadeb Guha

হলুদ বসন্ত - বুদ্ধদেব গুহ 
আনন্দ পাবলিশার্স 
মূল্য - ২০০ টাকা 

জীবনে প্রথমবার রোমান্টিক উপন্যাস পড়ার অনুভূতি যতটা ভালো আবার এটা ভেবেই খারাপ লাগা যে বাংলা সাহিত্যের অন্যতম সেরা রোমান্টিক ঘরানার সাহিত্যিক বুদ্ধদেব গুহর অনন্য লেখা আর না পাওয়া। অগণিত পাঠককুলের মনে আজীবন ওনার সাহিত্যকর্মের রেশ থেকে যাবে।

কাহিনীতে ঋজু নামের এক যুবকের নিজের ঘনিষ্ঠ বন্ধু সুজয়ের ছোট বোন নয়নার প্রেমে পড়াকে কেন্দ্র করে এগিয়েছে। মূলত ঋজু ও নয়নার মানসিক অর্ন্তদ্বন্দ্বই উল্লেখ্য কাহিনিময়। ঋজুর নিজের কাছে নিজের হেরে যাওয়া, অভিমান, ক্রোধ, আকর্ষণ, হৃদয়ের অনুভূতি, মনের অনিয়ন্ত্রিত ভাব লেখকের লেখনিতে সুনিপুণভাবে ফুটে ওঠে। টেলিফোনে নয়নার সঙ্গে কথা বলার জন্য ঋজু ব্যাকুল হয়ে থাকে। ইঞ্জিপনিয়ার ঋজু কাজের সূত্রে শিলংয়ে গিয়ে নয়নার "ভালো হয়ে থাকবেন" অনুরোধ যথাযথ পালন করে। নিয়মিত চিঠি পাঠালেও কোনো উত্তর না আসায় অভিমানী হয়ে নয়নাকে এড়িয়ে চলতে চায়। পুজোর পর বন্ধুদের সাথে হাজারিবাগের জঙ্গলে শিকার করতে গিয়ে নয়নার বারণে পাখি, হরিণ মারতে তার মন চায় না। অত্যন্ত পরিণত মনের অধিকারী হয়েও নয়নার পাশে নীতীশকে দেখলে ঈর্ষান্বিত হয়, নয়নার প্রতি ভালোবাসা দ্বিগুণ হয়ে ওঠে, ভালোবাসতে পিছপা হয় না। সুজয় বোনের বিয়ে ভেঙে যাওয়ার জন্যে তাকে দায়ী করে। সাবলীলভাবে এগিয়ে চলা মাত্র নব্বই পৃষ্ঠার কাহিনীর শেষে ঋজুর ভালোবাসা পরিণতি পাবে নাকি অপূর্ণই থেকে যাবে?

পরিশেষে কাহিনীর কিছু অংশ তুলে ধরলাম যা পাঠকের মন ছুঁয়ে যায়-
"ভালোলাগা আর ভালোবাসার পার্থক্যটা কোথায়? ভালো লাগলে মানুষ সেই ভালোলাগাকে নিজের ইচ্ছাধীন করে রাখতে পারে। কিন্তু ভালোবাসলে মানুষ নিজেই সেই ভালোবাসার ইচ্ছাধীন হয়ে থাকে। তার নিজের কোনও নিজস্ব সত্ত্বা থাকে না। ভালোবাসা তাকে যা বলে, পোষা পুষ্যির মতো সে তাই করে।"

"এই ভালো। দেখা না হওয়াই ভাল। কথা না হওয়াই ভাল! তার চেয়ে লোভগুলি আমার বুকের ভিতরেই ঘুমিয়ে থাকুক অথবা বুকের ভিতরেই ঘুম ভেঙে উঠে আমার সমস্ত অস্তিত্বকে ক্যান্সারের মতো কুরে কুরে খেয়ে ফেলুক।"

রেটিং - ৪/৫

Post a Comment

0 Comments