হত্যার চার অধ্যায় by কাজল ভট্টাচার্য

হত্যার চার অধ্যায় by কাজল ভট্টাচার্য

বই: হত্যার চার অধ্যায়
লেখক: কাজল ভট্টাচার্য
প্রকাশক: অরণ্যমন
মূল্য: ₹২৭৫

রাজনৈতিক হত্যার ঘটনা নতুন ব্যাপার নয়। সমাজব্যবস্থার আদিকাল থেকেই বিশ্বের নানানপ্রান্তে এমন সব হত্যাকান্ড সাধিত হয়ে এসেছে। কিন্তু বর্তমান গ্লোবালাইজেশনের যুগে কিছু হত্যা, বলা ভালো কিছু প্রথম সারির নেতার রহস্যজনক হত্যা, কেবল সেই দেশের ক্ষেত্রে নয় বরং গোটা পৃথিবীর রাজনীতির গতিপথ প্রভাবিত করেছে।

এই বইতে মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডি, ভারতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, সুইডিশ প্রধানমন্ত্রী ওলফ পালমে এবং পাকিস্তানি রাষ্ট্রপতি মহম্মদ জিয়া উল হকের রহস্যময় মৃত্যুর সবিস্তার বিবরণ গ্রন্থিত হয়েছে।

লেখকের থ্রিলার লেখার ধাঁচটা বরাবরই ইউনিক এবং খাসা। উক্ত বইতে সত্য রহস্যের নানান খুঁটিনাটি পেঁয়াজের খোসার মত অনাবরণের চেষ্টা করেছেন লেখক। এই চার রাষ্ট্রনেতার মৃত্যু যেমন অস্বাভাবিক এবং আকস্মিক তেমনি আন্তর্জাতিক রাজনীতির প্রভাব এতে কম না। ফলে কেবল কিছু তথ্য এবং ঘটনার আকর্ষক বিনির্মাণই বইতে যথেষ্ট ছিল না, প্রয়োজন ছিল, ঘটনাগুলি ঘটার প্রেক্ষাপট বর্ণনা, সম্ভাব্য খুনীদের মোটিভ এবং প্রণালী, বৈদেশিক এবং দেশীয় রাজনীতির অনুষঙ্গ, অনুসন্ধানকারীদের অনুসন্ধানের ধারা ও ভুলভ্রান্তির গভীর বিশ্লেষণ। আবার এসব করতে গিয়ে যাতে বই তথ্যভারে ক্লিস্ট না হয়, অহেতুক অবাস্তব ছমছমে রহস্যঘনতার সৃষ্টি না হয় সেটা নজর করা। লেখক সেই বিষয়ে সম্পূর্ণ সফল।

অপ্রয়োজনীয় তথ্য ছেঁটে সুসম্পাদিত একটি বই যাতে এই রাষ্ট্রনেতাদের রহস্যমৃত্যুর দশদিক সম্পর্কে পাঠক ওয়াকিবহাল হন এবং পরবর্তীতে এই বিষয়ে আরো তথ্য আহরণে আগ্রহী হন - তা নিশ্চিত করে এই বই।

Post a Comment

0 Comments