হারিয়ে যাওয়া খুনিরা - দেবারতি মুখোপাধ্যায় Hariye Jawa Khunira by Debarati Mukhopadhyay

হারিয়ে যাওয়া খুনিরা - দেবারতি মুখোপাধ্যায় Hariye Jawa Khunira by Debarati Mukhopadhyay

বইয়ের নামঃ হারিয়ে যাওয়া খুনিরা 
লেখকঃ দেবারতি মুখোপাধ্যায় 
প্রকাশকঃ দীপ প্রকাশন 
মূল্যঃ ২৬০/- 
আলোচকঃ দীপাঞ্জন দাস 


ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা বিভিন্ন সময়ে আলোড়ন ফেলেছে। কালের নিয়মে বেশিরভাগই স্মৃতি থেকে মুছে গিয়েছে, কিছু ছবি রয়ে গিয়েছে অস্পষ্টভাবে। সেই সমস্ত সত্য ঘটনাবলী উঠে এসেছে লেখকের ‘হারিয়ে যাওয়া খুনিরা’ বইয়ে। তিনটি আলাদা সিরিজে এটি ভাগ করেছেন লেখক। প্রত্যেকটি ঘটনায় ‘True Crime’ ধারার অন্তর্গত। 
প্রথম অংশ ‘হারিয়ে যাওয়া খুনিরা’। এই বইয়ে সর্বমোট ১২টি ঘটনার উল্লেখ রয়েছে।  
১. তারকেশ্বরের নবীন-এলোকেশী 
২. মহারাজ ও নর্তকী 
৩. খুন হলেন জাদুকরি 
৪. আগুন মেয়ের গুলিতে 
৫. খুন হলেন এলেন রায় 
৬. প্রতিশোধের ছোরা 
৭. এক খেলোয়াড়ের মৃত্যু 
৮. রাইটার্স দখল 
৯. শকুন্তলা নিধন 
১০. ধাপে ধাপে খুন 
১১. নৃশংস হত্যা 
১২. সাতাশ বছর আগে 

অতি সাধারণ এলোকেশীর জীবনের ভয়ংকর অধ্যায়ের সাথে যেমন জুড়ে রয়েছে তাঁর করুণ পরিণতি আবার মহারাজ তুকাজিরাও হোলকারের কুকীর্তির কথাও বিস্তারে লেখেছেন লেখক। আগুন মেয়ে শামিম রহমানির নাম কীভাবে জড়িয়ে গেলো ভয়ঙ্কর খুনের সাথে, তাঁর বর্ণনা যেমন জায়গা পেয়েছে তেমনই সিপিআই-এর প্রতিষ্ঠাতা এম এন রায়ের স্ত্রী এলেন রায়ের হত্যার নারকীয় কাহিনি। শেফালির প্রতিশোধ মনে করিয়ে দেয় আমেরিকান নেতা Douglas Horton-এর বক্তব্য- “While seeking revenge, dig two graves – one for yourself!” আমাকে অত্যন্ত নাড়া নিয়েছে রুচিকা গিরহোত্রার ঘটনাটি। স্বাধীনতার এত বছর পরেও রাঠোরের মতো আইএএস অফিসারের দ্বারা তাঁর মেয়ের সহপাঠী রুচিরার ভয়ঙ্কর ধর্ষণের পরেও কড়া শাস্তি ভোগ করতে হয় না। সরকারী আনুকূল্যে ক্রিমিন্যাল কীভাবে পার পেয়ে যান, এ তাঁর ভয়ঙ্কর উপাখ্যান। এই গল্পই আবার অন্যদিকে বন্ধুত্বের এক অদ্ভুত কাহিনিও তুলে ধরেছে যা জানতে হলে বইটি পড়তে হবে। রাইটার্স দখলের কাহিনি আমাদের নিয়ে যায় সেই ঐতিহাসিক সন্ধিক্ষণে, যেখানে ব্রিটিশদের কড়া জবাব দিয়েছিলেন তিন তরুণ- বিনয়, বাদল ও দীনেশ। 
শ্রীমতি ইন্দুমতী পঙ্খের হত্যার সাথে যে ভয়ঙ্কর লোভ জড়িয়ে ছিল, যার বলি হয়েছেন একাধিক, তাঁর দৃশ্য চোখের সামনে তুলে ধরেছেন লেখক। ভারতবর্ষের রাষ্ট্রপতি ভি ভি গিরির চক্ষুবিশেষজ্ঞ ডাক্তার এন এস জৈন ঘটালেন এক ভয়ঙ্কর কাণ্ড। এই হাইপ্রোফাইল কেসে উত্তাল হয় সমগ্র দেশ। তাঁর পরিণতি কী হয়, তাঁর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন লেখক। 
অন্তিম কাহিনি হাড়হিম করে দেবে বলেই মনে হয়েছে। সুদীপা পাল, রণধীর বসুর এই ঘটনায় সুদীপা শুধু নিজের পরিবারকেই হারায়নি, হারিয়েছিল তাঁর স্বাধীনতা, অস্তিত্ব, পরিচয়। 
অতীতে ঘটে যাওয়া ভয়ঙ্কর কিছু ঘটনা পরম্পরা সম্পর্কে জানতে হলে এই বই পড়া উচিৎ বলেই আমার মনে হয়। নন-ফিকশনের পাঠকদের এই বই ভালো লাগবে বলেই মনে হয়।

বই - হারিয়ে যাওয়া খুনিরা
লেখিকা - দেবারতি মুখোপাধ্যায় 

ব্রিটিশ ঔপনিবেশিক কাল থেকে শুরু করে স্বাধীন ভারতবর্ষ, এই দীর্ঘ সময়ের মধ্যে ঘটে যাওয়া কিছু ভয়াবহ খুনের পেছনে লুকিয়ে থাকা সত্য টাকে লেখিকা লিপিবদ্ধ করেছেন বইয়ের আকারে। সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে রয়েছে কাহিনীগুলো। 

কোন পরিস্থিতিতে একজন নিরীহ মানুষ হয়ে ওঠে খুনি, আবার তথাকথিত শিক্ষিত উচ্চ সমাজের একজন কিভাবে ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করে খুন করে নিজের স্ত্রীকে, সেই জটিল মনস্তাত্ত্বিক বিবরণ তুলে ধরা হয়েছে এখানে। পড়তে পড়তে অবাক হতে হয়। সত্য ঘটনাগুলো, পারিপার্শ্বিক অবস্থা, অপরাধীদের মনস্তত্ত্ব, তৎকালীন পুলিশ ও বিচারব্যবস্থার বর্ননা সবই রয়েছে বইটিতে। 

রেটিং ৪/৫

Post a Comment

0 Comments