হান্নান বোতলে পরী আটকে রাখে
লেখক: ওয়াসি আহমেদ
অবসর প্রকাশনা, ঢাকা
হার্ডকভার, ২৪৭ পৃষ্ঠা
মুদ্রিত মূল্য: ৪৩০ টাকা (বাংলাদেশ )
ভারতীয় টাকায় শিপিং নিয়ে ৪৪০ টাকা
চমৎকার, ধরা যাক দু একটা পরী এবার!
গল্পের নায়ক হান্নান পাটোয়ারী, চারবারের এইচ এস সি ফেল, শুধু মামার ক্ষমতার সুবাদে একটি ফরাসি বহুজাতিক সংস্থার এক্সিকিউটিভ ম্যানেজার পদে নিযুক্ত। কাজ কর্ম না থাকলে যা হয়, কিছু বখাটে ছেলে তার আশেপাশে ঘুরঘুর করে আর তার ঘাড় ভেঙে খায়, নেশা করে। একদিন হান্নানের ছেলেবেলার বন্ধু পঞ্চম সন্ধান দেয় গাজীপুর শালবনের ভেতর হেলাল আপা নামের এক ড্রাগ ডিলারের, যার কাছে নাকি আছে এক আশ্চর্য পিনিকের (তুরীয়াবস্থা) জিনিস। সেই জিনিসের সন্ধানে দুই বন্ধু যায় শালবনের ভেতরে, তারপরে হান্নান ফিরে আসে পঞ্চমের কাটা মাথা নিয়ে, যেটা আবার কথা বলতে পারে. বাড়ি ফিরে দেখে তার সংস্থার কান্ট্রি হেড অর্থাৎ তার মামা রেজওয়ান পাটোয়ারীর মাথাটা খারাপ হয়ে গেছে। মামা তাকে বলে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে গেলে হান্নানকে বোতলে পরী ধরতে হবে। ঘটনাচক্রে হান্নান জানতে পারে যে সে একজন বাছাই করা পুরুষ-chosen one, যার হাতে পৃথিবীর ভবিষ্যত নির্ভর করছে। হান্নান কি পারবে এই বিপদ থেকে পৃথিবীকে রক্ষা করতে?
এই গল্পের পাতায় পাতায় ছড়িয়ে আছে অসংখ্য ইস্টার এগস। নর্স মিথলজি, পপ কালচারের রেফারেন্স, হিউমার, এমনকি পর্নোগ্রাফির রেফারেন্সও এসেছে বিভিন্ন পর্যায়ে। রাজনৈতিক স্যাটায়ারও দেখা গেছে মাঝে মাঝে। "এই শহরটা যে আসলে কুত্তারাই চালায়, সে কথা কি আর খুইলা কওনের উপায় আছে?" কথাটা যেন খুব প্রাসঙ্গিক হয়ে উঠে আসে।
ডাক্তার ওয়াসি আহমেদ রাফি এই গল্পে একটা মাল্টিভার্স সৃষ্টি করার চেষ্টা করেছেন । এখানে জাহিদ হোসেন, নসীব পঞ্চম জিহাদী যেমন ঢুকে পড়েন অনায়াসে তেমনি গুপী-বাঘা আর মোজো জোজোও ফিট হয়ে যায় সাবলীলভাবে।
ভাষা খুব আধুনিক, গল্পের প্লট বেশ টানটান। ওয়ান টাইম রিড হিসেবে ৯/১০ রেটিং দেয়াই যায়।
(বুকস অব বেঙ্গল এর মাধ্যমে অর্ডার করতে পারেন)
0 Comments
আপনার মতামত লিখুন।